জুমবাংলা ডেস্ক : ভারতের দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা এলাকায় পটকা বানানোর সময় বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার শিশু রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন একজন। সোমবার পাথরপ্রতিমার ঢোলাহাট থানার রায়পুরের তৃতীয় ঘেরি এলাকার বণিক পরিবারে এই ঘটনা ঘটে।
বংশ পরম্পরায় দীর্ঘ দিন ধরেই পটকা বানাত ওই বণিক পরিবার। পটকা তৈরির লাইসেন্স রয়েছে তাদের। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, তাদের পরিবারে মোট ১১ জন সদস্য।
চন্দ্রকান্ত বণিক এবং তুষার বণিক দুই ভাই। সোমবার এই দুর্ঘটনায় তাদের বাবা অরবিন্দ বণিক (৬৫), দাদী প্রভাবতী বণিক (৮০) , চন্দ্রকান্তের স্ত্রী সান্ত্বনা বণিক (২৮), দুই সন্তান অর্ণব বণিক (৯) ও অস্মিতা বণিক (৮ মাস) এবং তুষারের দুই সন্তান আনুষ্কা বণিক (৬ মাস) এবং অঙ্কিত বণিক (৬ মাস) মারা গেছেন। তুষারের স্ত্রী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। তিন জন বাড়ির বাইরে ছিলেন।
পুলিশ সূত্রে খবর, সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ আচমকা বিকট শব্দ শোনা যায়। তার কিছুক্ষণ পর স্থানীয়রা দেখতে পান আগুনের ধোয়া। পরে আগুন নেভানোর সময় আবার কয়েকটি বিস্ফোরণ ঘটে। বাড়িতেই পটকা মজুত ছিল। সেখান থেকে এই অগ্নিকাণ্ড। গ্যাস সিলিন্ডার ছিল সেটিও বিস্ফোরণ হয়।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.