সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জ-২ আসনে নৌকায় ভোট না দিলে হাত কেটে নেওয়াসহ গুলি করার হুমকিদাতা সিংগাইর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলী ইস্কান্দারকে সাথে নিয়ে এক মঞ্চে নির্বাচনী জনসভা করলনে এমপি মমতাজ বেগম।
বুধবার বিকেলে সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামনগর গ্রামে মমতাজ বেগম এমপি এই নির্বাচনী জনসভা করনে।
হাত কেটে নেওয়াসহ গুলি করার হুমকির বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমপি মমতাজ বেগমর বলেন, বিষয়টি একতরফাভাবে নয়। মমতাজ বেগম উল্টো অভিযোগ করে বলেন, তার পোষ্টার ছিঁড়ে ফেলেছ, তার নির্বাচনী ক্যাম্প আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে। দুই গ্রুপে এমন ঘটনা আছে জানিয়ে তিনি বিষয়টি দু:খজনক বলে মন্তব্য করেন।
তিনি আরোও বলেন, আমি শান্তিপ্রিয় মানুষ, আমি এমনটা চাইনা। তবে কেউ যদি হুমকি-ধামকি দিয়ে থাকেন এটা তার ব্যক্তগিত ব্যাপার। এর দায় আমি এবং আমার দল কোনভাবেই এই দায় নিবেনা।
এর আগে, গত মঙ্গলবার বিকেলের দিকে সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলুর র্কমীরা প্রচারণা চালানোর সময় এই হুমকি দেন নৌকার সর্মথক উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী ইস্কান্দার।
এদিকে এ ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে নৌকায় ভোট না দিলে হাত হাত কেটে নেওয়াসহ গুলি করার হুমকির ঘটনা ও নির্বাচনী কাজে বাধাসহ কর্মীদের হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থঅ দেওয়ান জাহিদ আহমেদ টুলু। এসময় বায়রা ইউনয়িন পরষিদরে চয়োরম্যান দেওয়ান জিন্নাহ লাঠু, সিংগাইর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম পলাশ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, উপজেরা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ইলিয়াস হোসেনসহ বিভিন্ন র্পযায়ের নেতার্কমীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মলেনে দেওয়ান জাহিদ আহমেদ টুলু বলেন, মঙ্গলবার দুপুরে ইরতা গ্রামে ট্রাক প্রতীকে ভোট চাইতে গেলে তার র্কমী আব্দুর রাজ্জাককে হাত কেটে নেয়াসহ হত্যার হুমকি দেন এমপি মমতাজ বেগমের সর্মথক উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী ইস্কান্দার।
এছাড়াও গত কয়কদিনে মমতাজ বেগরে সর্মথকরা ট্রাক প্রতীকের কর্মীদের মারধরসহ নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বলেও জানান জাহিদ আহমেদ টুলু।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।