বিনোদন ডেস্ক : ‘থাগস অব হিন্দুস্তান’ ফ্লপ হওয়ার পর লম্বা বিরতি দিয়ে ‘লাল সিং চাড্ডা’ তৈরি করেছিলেন আমির খান। কিন্তু এই ছবিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ায় মন ভেঙে গেছে অভিনেতার। ধারণা করা হচ্ছে, আমির হয়তো লম্বা বিরতি নেবেন পর্দা থেকে।
বেশ কয়েকটি গণমাধ্যমের সূত্রে জানা গেছে, আমির খানের শিডিউল নতুন করে সাজানো হচ্ছে। নতুন কোনো কাজে হাত দেয়ার আগে কিছুটা সময় নিতে চান তিনি। মিড-ডে-তে বলা হয়েছে, ‘আমির খান তার সিনেমার ধসে ভেঙে পড়েছেন। নিজেকে সামলে নেয়ার জন্য দুই মাসের বিরতি নেবেন তিনি। প্রাক্তন স্ত্রী কিরণ রাও ও ছেলেকে নিয়ে তিনি আমেরিকা যাবেন।’
‘লাল সিং চাড্ডা’র বক্স অফিসে চরম ব্যর্থ।শে সর্বত্র সমালোচিত হয়েছে এই ছবি। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে আশায় ছিলেন অভিনেতা। ওটিটি প্ল্যাটফর্মগুলোও এই ছবিতে নিতে আগ্রহ দেখাচ্ছে না।
১৫০ কোটি টাকার ছবিতে দলা পাকানো কাপড়, সোশ্যাল মিডিয়ায় সমালোচনা
‘লাল সিং চাড্ডা’র পর আমির খানকে দেখা যাবে একটি স্পোর্টস ড্রামা ছবিতে। পরিচালনা করবেন আর এস প্রসন্ন।
সূত্র: বলিউড লাইফ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।