বিনোদন ডেস্ক : টিআরপি কম। দর্শকের কথা ভেবে মাত্র ৯০ দিনে বন্ধ ধারাবাহিক ‘বৌমা একঘর’। কী বললেন নায়িকা? আর দেখা যাবে না বৌমা টিয়াকে। আর হবে না স্নিগ্ধা, বিষ্ণুপ্রিয়ার কোন্দল। রবিবার হয়ে গেল ‘বৌমা একঘর’ ধারাবাহিকের শেষ দিনের শ্যুটিং। ‘অপরাজিতা অপু’র জনপ্রিয়তার পর অপু ওরফে সুস্মিতা দে-কে দর্শক পেয়েছিল অন্য ভাবে।
কিন্তু হঠাৎই ছন্দপতন।তিন দিন হয়ে গেল। না আছে কল টাইম, না আছে শ্যুটিংয়ের তাড়া৷ তিন মাসের মাথায় বন্ধ হচ্ছে ধারাবাহিক। আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয়েছিল ধারাবাহিকের অভিনেত্রীর সঙ্গে।
একরাশ মন খারাপ সুস্মিতার গলায়। তিনি জানালেন, তিন মাসের মাথায়ই যে ধারাবাহিকটি বন্ধ হয়ে যাবে কেউ ভাবতেই পারেননি।প্রথম ধারাবাহিক সুপারহিট। দ্বিতীয় ধারাবাহিক তিন মাসের মাথায় বন্ধ। সুস্মিতা বলেন, “প্রচণ্ড মনখারাপ। হঠাৎ জানতে পারলাম ধারাবাহিকটি আর দেখানো হবে না। সেই মুহূর্তে মাথায় বাজ পড়েছিল। কিন্তু কোনও কিছু শুরু হলে তার শেষও হবে। এটাই নিয়ম। তাই মেনে নিয়েছি। দর্শকের কেন পছন্দ হল না সত্যিই বুঝতে পারলাম না।”
আপাতত নিজেকে সময় দিচ্ছেন অভিনেত্রী। সঙ্গে চলছে দর্শকের সামনে নতুন ভাবে ফিরে আসার প্রস্তুতি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।