আম্রপালি ও মোনালিসার সাথে নিরাহুয়ার রোমান্সের ভিডিও তুমুল ভাইরাল

রোমান্স করছেন নিরাহুয়া

বিনোদন ডেস্ক : বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির।

রোমান্স করছেন নিরাহুয়া

বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। যারা মোটামুটি ভোজপুরি সিনেমার সাথে পরিচিত তারা সকলেই ভোজপুরি কুইন আম্রপালি দুবের নাম শুনেছেন।

নিরাহুয়া বা দীনেশ লাল যাদবের সাথে তাঁর একটি রোমান্টিক নাচের ভিডিও নতুন করে ব্যাপক ভাইরাল হচ্ছে ইন্টারনেটের দুনিয়াতে। এছাড়াও এই ইন্ডাস্ট্রিতে মুখের এক্সপ্রেশন এবং মারকাটারি ফিগার এর জন্য ব্যাপক জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা।

মোটামুটি যারা ভোজপুরি ইন্ডাস্ট্রির সাথে পরিচিত তারা বুঝে গিয়েছেন কোন মিউজিক ভিডিওর কথাটি বলা হচ্ছে। গানটির নাম, “মাথা ফেল হো গেল”। ভোজপুরি সিনেমা “রাজা বাবুর” গান এটি। এই সিনেমায় নিরাহুয়া ও আম্রপালির অনস্ক্রিন কেমিস্ট্রি ছিল যথেষ্ট উপভোগ্য। এছাড়াও এই গানে ছিলেন জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রী মোনালিসা।

এই ত্রয়ী জুটির মিষ্টি রোমান্স তারিয়ে উপভোগ করেছেন সকলেই। সোশ্যাল মিডিয়াতেও নেটিজেনরা এমন রোমান্টিক ভিডিও মিউজিকে প্রচুর পরিমাণে লাইক ও কমেন্ট করেছেন।

YouTube video player

ভাইরাল হওয়া এই গানটি গেয়েছেন কল্পনা, খুশবু জৈন এবং অলোক কুমার। এছাড়াও গানটির মিউজিক দিয়েছেন ছোট বাবা। গানের লিরিক্স লিখেছেন রাজেশ মিশ্র।

এছাড়া এই গানে নিরাহুয়া, আম্রপালি দুবে ও মোনালিসার উপস্থিতি গানটিকে জনপ্রিয়তার শিখরে নিয়ে গিয়েছে। প্রত্যেকেই এই গানে লাইক ও কমেন্টের বন্যা বইয়ে দিয়েছে।