বিনোদন ডেস্ক : ম্যাডোনা মানেই আলোচনা। খ্যাতি, বিতর্ক, অনাকাঙ্ক্ষিত ঘটনায় নাম জড়াতে যেন জুড়ি নেই এই বিশ্বখ্যাত গায়িকার। তবে এবার বিতর্ক নয়, ছোটখাটো দুর্ঘটনারই সম্মুখীন হলেন গায়িকা। মঞ্চে পড়ে গেলেন চেয়ার থেকে! সম্প্রতি সিয়াটেল কনসার্টের মাঝে এ ঘটনা ঘটে।
মঞ্চে ম্যাডোনার চেয়ার থেকে পড়ে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছিল যখন গায়ক একটি চেয়ারে বসে পারফর্ম শুরু করেছিলেন। একজন নৃত্যশিল্পী ম্যাডোনাকে বসিয়ে সেই চেয়ার টেনে নিয়ে যাচ্ছিলেন। তবে দুর্ঘটনাক্রমে নৃত্যশিল্পী পিছলে গিয়ে মঞ্চে পড়ে যান।
তবে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পরেও মোটেও বিচলিত হননি গায়িকা। বরং নিজের পারফরম্যান্স বজায় রেখেছিলেন এবং দর্শকদের ব্যস্ত রেখেছিলেন তাঁর কণ্ঠের জাদুতে। চেয়ার থেকে পড়েও নিজের গান ধরে রাখেন ম্যাডোনা এবং উঠে দাঁড়িয়ে পুনরায় নিজের ছন্দে মাতাতে থাকেন দর্শকদের।
এটিই প্রথম এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা নয়। এর আগেও ম্যাডোনার একটি শোতে অন-সেট দুর্ঘটনা ঘটেছিল। পেজ সিক্সের প্রতিবেদন অনুসারে, এর আগে ২০১৫ সালের ব্রিট অ্যাওয়ার্ডের সময় ওয়ারড্রোবের ত্রুটির কারণে তিনি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলেন।
বর্তমানে নিজের সেলিব্রেশন ট্যুর নিয়েই ব্যস্ত রয়েছেন ম্যাডোনা। গত বছর মারাত্মক ব্যাকটেরিয়া সংক্রমণের পরে ট্যুরটি স্থগিত করেছিলেন গায়িকা।
বেশ কয়েক দিন নিবিড় পরিচর্যা ইউনিটে হাসপাতালে ভর্তি ছিলেন। এ বছর আবার নতুন করে অসমাপ্ত ট্যুরের বাকি অংশ শুরু করেছেন। বর্তমানে আমেরিকা অঞ্চলের সফরসূচি শুরু করেছেন গায়িকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।