আন্তর্জাতিক ডেস্ক : বুধবার ফ্যাশন ব্র্যান্ড ডিজেলের ‘মিলান ফ্যাশন উইক শো’তে আসা অতিথিরা মঞ্চ দেখে অবাক হয়ে গিয়েছিলেন। কারণ মঞ্চের ওপর গড়ে তোলা হয়েছে ক’ন’ড’মে’র পাহাড়।
ইতালীয় ব্র্যান্ডটি মঞ্চে দুই লাখেরও বেশি ডিউরেক্স ক’ন’ড’মে’র প্যাকেট জড়ো করেছিল। যৌ* ইতিবাচকতা এবং গর্ভনিরোধক কোম্পানির সাথে আসন্ন সহযোগিতার ইঙ্গিত দিতেই এটি করা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে সিএনএন।
ক্রিয়েটিভ ডিরেক্টর গ্লেন মার্টেনস এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা ডিজেলে খেলতে পছন্দ করি এবং আমরা এ ব্যাপারটিকে গুরুত্ব দিয়ে দেখি। মজা করুন, একে অপরকে সম্মান করুন, নিরাপদ থাকুন।’
সিএনএন জানিয়েছে, স্বাধীনতা, আনন্দ এবং পরীক্ষা-নিরীক্ষার জন্য এই থিমটি ব্যবহার করা হয়েছে। মডেলরা পাতলা জিন্সের প্যান্ট, লেসযুক্ত পোশাক পরে ক’ন’ড’মে’র পাহাড়ের চারপাশে ঘুরেছেন।
ডিজেলের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন ফ্যাশন এবং নিরাপদ যৌ*তাকে উৎসাহ দেওয়ার জন্য তারা এই উদ্যোগ নিয়েছেন। শুধু মঞ্চই নয়, অতিথিদের কাছে যে আমন্ত্রণপত্রটি পাঠানো হয়েছিল, সেটি লেখা হয়েছিল ডিউরেক্স ক’ন’ড’মে’র প্যাকেটে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।