মঞ্চে হঠাৎ টাকা ছুড়লেন ভক্ত, গান থামিয়ে যা বললেন আতিফ আসলাম

আতিফ আসলাম

বিনোদন ডেস্ক : কনসার্টের মঞ্চে শিল্পীকে লক্ষ্য করে পানির বোতল, ডিম, টমেটো, আবর্জনা ছুড়ে মারার ঘটনা কখনো কখনো শিরোনাম হয়। আবার ফুল ছুড়ে ভালোবাসা জানানোর ঘটনাও একেবারে বিরল নয়। এ নিয়ে শিল্পীরা বিরক্ত হন অথবা বিনিময়ে ভালোবাসা জানান।

আতিফ আসলাম

তবে পাকিস্তানি গায়ক আতিফ আসলামের ঘটনাটা একটু ব্যতিক্রম। মঞ্চে কিছু ভক্তের অতি উৎসাহের যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি, সেটি মুগ্ধ করেছে নেটিজেনরা। যেখানে অরিজিৎ সিং, কানাডীয় র্যাপার ড্রেক, বেবে রেক্সা, কার্ডি বি এবং আরও অনেক শিল্পী এ ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হন প্রায়ই।

যুক্তরাষ্ট্রে মঞ্চে পারফর্ম করছিলেন আতিফ আসলাম। একজন উৎসাহী ভক্ত তার ওপর বৃষ্টির মতো টাকার বর্ষণ শুরু করেন। তবে, গায়ক এতে মোটেও ক্ষুব্ধ হননি, বরং যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তাতে ইন্টারনেটে সবার মন জয় করেছেন তিনি।

ওই ভক্ত মঞ্চে টাকা ছিটানো শুরু করলে আতিফ আসলাম তাৎক্ষণিক গান বন্ধ করে দেন। এরপর সেই ভক্তকে মঞ্চে ডাকেন। তাকে লক্ষ্য করে আতিফ আসলাম বলেন, ‘বন্ধু, এই টাকাটা দান করো, আমার দিকে ছুড়ো না, এটা টাকার অসম্মান।’

ফাইজি নামে এক এক্স ব্যবহারকারী সেই ঘটনার ভিডিও পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘বন্ধু আমার, এই টাকাটা দান করো, আমার দিকে ছুড়ে ফেলো না, এটা শুধু টাকার অসম্মান।’

ভিডিওটি এরই মধ্যে ১ লাখ ৩০ হাজারের বেশিবার দেখা হয়েছে। বহু নেটিজেন মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘একজন সত্যিকারের ভদ্রলোক। মানুষকে বিরক্ত না করে কীভাবে শিক্ষা দিতে হয় তা জানেন।’

মাঝ বয়সী নারীদের প্রতি যুবকদের ঝোঁক কেন হয়

‘ঠিকই আছে। টাকা ছুড়ে দেওয়া, মুখের ওপর টাকা ছোড়া দেওয়া এবং বিয়ের সময় বিশেষ করে বরাত ও গীতের নাচে টাকা ছিটানো—এগুলো টাকার অপমান।’ লিখেছেন আরেক ব্যবহারকারী। মন্তব্যকারী প্রায় সবাই আতিফ আসলামের ভূয়সী প্রশংসা করেছেন।