বিনোদন ডেস্ক : বড় পর্দায় এবার আসতে চলেছে শিশির কুমার ভাদুড়ির গল্প। তার জীবনীকেই সেলুলয়েডে তুলে ধরছেন পরিচালক রেশমি মিত্র। শিশির কুমার ভাদুড়িকে মঞ্চের রাজা বলা হত। আরেকটি নামেও বেশি পরিচিত তিনি, বড়বাবু। বাংলা নাট্যচর্চায় শিশির কুমার ভাদুড়ির অবদান স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।
নতুন সিনেমাটিতে ফুটিয়ে তোলা হবে বাংলা থিয়েটারে শিশির কুমার ভাদুড়ির অবদান। তৎকালীন থিয়েটারের ইতিহাসের সঙ্গে এই ছবিতে উঠে আসবে শিশির কুমার ভাদুড়ির জীবনের বর্ণময় দিকগুলোর স্মৃতিও। ছবিতে নাম ভূমিকায় থাকছেন অভিনেতা সুজন মুখোপাধ্যায়। যিনি সিনেমা, নাটকের মঞ্চে জনপ্রিয়তার সঙ্গে কাজ করে চলেছেন।
সেসময় থিয়েটারের দুই জনপ্রিয় অভিনেত্রী ছিলেন কঙ্কাবতী এবং প্রভা দেবী। এ দুই চরিত্রকেও তুলে ধরা হবে সিনেমাটিতে। ছবিতে কঙ্কাবতীর ভূমিকায় পায়েল সরকার আর সুদীপ্তা চক্রবর্তীকে দেখা যাবে প্রভা দেবীর চরিত্রে।
শিশির কুমার ভাদুড়ির চরিত্রে অভিনয় করতে পারাটা সৌভাগ্যের বলে মনে করছেন অভিনেতা সুজন মুখোপাধ্যায়। এদিকে এমন এক ব্যক্তিত্বকে নিয়ে ছবি এই সময়ে দাঁড়িয়ে খুবই দরকার ছিল বলে জানালেন পায়েল, সুদীপ্তা।
কারণ এ প্রজন্ম হয়ত জানেই না বড়বাবু সম্পর্কে। তাই এই ছবি ভারতীয় বাংলা নাটক এবং সিনেমার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে থাকবে বলে আশাবাদী দুই অভিনেত্রী। সিনেমাটির সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন বিক্রম ঘোষ। ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। খুব শিগগিরই টালিউডের বড় পর্দায় আসতে চলেছে মঞ্চের ‘বড় বাবু’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।