আন্তর্জাতিক ডেস্ক : মন্দির থেকে গয়না চুরির জন্য দেয়ালের কিছু জায়গা ভেঙেছিল চোর। কিন্তু শেষ রক্ষা হয়নি। মন্দির থেকে গয়না নিতে পারলেও দেয়ালের ভাঙা অংশ দিয়ে মাথা বের করার পর আটকে যায় চোরের দেহ। সাহায্যের জন্য চিৎকার শুরু করলে ধরা পড়ে যায় লোকটি।
ভারতের অন্ধ্র প্রদেশের শ্রীকাকুলাম জেলার কাঞ্চিলি মান্দাল এলাকার জাদিমুদি গ্রামে গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম আর পাপা রাও। জামি ইলামা মন্দির থেকে গয়না চুরি করে পালানোর সময় লোকটি দেয়ালের ভাঙা অংশে আটকে ছিল।
চোরটি ওভাবে দেয়ালে আটকে থাকার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। স্থানীয়রা বলছেন, চোরের কোমরের ওরের অংশ ছিল দেয়ালের বাইরে আর বাকি অংশ দেয়ালের ভেতরে ছিল। ততক্ষণে গয়না হাত থেকে পড়ে গেছে চোরটির। ওই অবস্থা থেকে টেনে বের করার জন্য স্থানীয়দের কাছে অনুরোধ করেছে বিপাকে পড়া চোর।
ভিডিওতে চোরকে বলতে শোনা যায়, লোভে পড়ে এটা করেছি। এখন আর লোভ নেই। এখন এই অবস্থা থেকে ভেতরে যেতে পারছি না কিংবা বাইরেও বের হতে পারছি না।
স্থানীয়রা বলছেন, ৩০ বছর বয়সী চোর গয়না নিয়ে বের হওয়ার সময় দেয়ালের ভাঙা স্থানে আটকে যায়। একপর্যায়ে কান্না শুরু করে দেয়। তার কান্না শুনে অন্যরা সেখানে উপস্থিত হয়। কিন্তু স্থানীয়রা তাকে বের করতে না পেরে পুলিশে খবর দেয়। পুলিশ এসে মন্দিরের দরজা খোলে। এরপর ভেতর থেকে তাকে ঠেলে বের করা হয়। তারপর পুলিশি হেফাজতে নেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।