মনে হচ্ছিল আমি যেন স্বর্গে আছি : বুবলী

বুবলী

বিনোদন ডেস্ক : শাকিব খানের ইস্যুতে শোবিজ অঙ্গন যখন সরগরম। তখন বুবলী শোনালেন আনন্দের কথা। জানালেন, আজকের (২১ মার্চ) দিনটি তাকে জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি এনে দিয়েছে। আজ পৃথিবীতে এসেছে শাকিব-বুবলীর একমাত্র সন্তান শেহজাদ খান বীর।

বুবলী

তিন পেরিয়ে ৪ বছরে পা রাখল বীর। ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে এই অভিনেত্রীর কোলজুড়ে এসেছিল তাদের একমাত্র সন্তান।

সদ্য জন্ম নেওয়া পুরনো সন্তানের ছবি প্রকাশ করে উচ্ছ্বসিত বুবলী বলেন, ‘জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি এনে দিয়ে আজকের এই দিনে তুমি পৃথিবীতে এসেছিলে বাবা। তোমার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল আমি যেন স্বর্গে আছি।’

এই চিত্রনায়িকা আরও বলেন, ‘তোমাকে বুকে নেওয়ার পর কি যে শান্তি লাগছিল। স্বর্গের সুখ বুঝি এমনি হয়। তখন অনেক কেঁদেছিলাম বাবা। কিন্তু অবশ্যই তা অনেক শান্তি আর সুখের কান্না ছিল। তুমি আমার অক্সিজেন লক্ষ্মীমানিক, আমার পুরো পৃথিবী। অনেক অনেক দোয়া আর ভালোবাসা তোমার জন্য। শুভ জন্মদিন আমার কলিজা বাবা।’

উল্লেখ্য, গত বছর ২৭ সেপ্টেম্বর সামাজিক যোগযোগমাধ্যমে প্রথমে বেবি বাম্পের ছবি পোস্ট করেন বুবলী। এরপর ৩ অক্টোবর বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন এই অভিনেত্রী।

সাহসীকতার সমস্ত সীমা অতিক্রম করেছে এই ওয়েব সিরিজ

সে সময় এক ফেসবুক স্ট্যাটাসে বুবলী বলেন, ‘এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ ২০.০৭.২০১৮ এবং ২১.০৩.২০২০। এর মধ্যে ২০ জুলাই ২০১৮ সালটি হচ্ছে শাকিব-বুবলীর বিয়ের তারিখ, আর ২১ মার্চ ২০২০ সাল হচ্ছে ছেলে শেহজাদ খান বীরের জন্ম।’