গোপন বাসনা পূরণ করতে নায়িকাদের সঙ্গে যা করেন শাহিদ কাপুর

শাহিদ

বিনোদন ডেস্ক : নিজের ইচ্ছা পূরণ করতে নায়িকাদের সঙ্গে যা করেন শাহিদ। বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহিদ কাপুর, মুক্তির অপেক্ষায় তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জার্সি’। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন মৃণাল ঠাকুর। বর্তমানে সিনেমার প্রচার নিয়েই ব্যস্ত এই জুটি। তার অংশ হিসেবেই ভারতের জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’-তে উপস্থিত হয়েছেন শাহিদ।

শাহিদ

‘জার্সি’ সিনেমায় শাহিদ ও মৃণালের মধ্যে একাধিক চু’’ম্ব’’নে’’র দৃশ্য রয়েছে। ‘দ্য কপিল শর্মা শো’-তে সিনেমাটির প্রচারে এসে চু’’ম্ব’’নে’’র ব্যাপারে একটি গোপন তথ্য ফাঁস করেছেন এই অভিনেতা।

অনুষ্ঠানে শাহিদ ও মৃণালের চুমু নিয়ে প্রশ্ন তোলেন সঞ্চালক কপিল শর্মা। এই কমেডিয়ান প্রশ্ন করেন, “এই যে আপনি এই সমাজসেবামূলক কাজকর্মগুলো করেন তা শুধুই চিত্রনাট্যের প্রয়োজনে নাকি মনের ইচ্ছাতে করেন?”

যার উত্তরে শাহিদ হাসতে হাসতে বলেন, “ব্যাপারটা হলো মুখ দিয়েই এই কাজটা করে থাকি। কিন্তু তার সঙ্গে খানিকটা মনের ইচ্ছাও আছে।”

গত অক্টোবরে স্ত্রী সন্তানদের নিয়ে মালদ্বীপ ঘুরেছেন শাহিদ। চু’মু নিয়ে প্রশ্নের পরেই কপিল প্রশ্ন তোলেন, “মৃণালকে চুমু খাওয়ার খেসারতস্বরূপ কি স্ত্রী মীরা রাজপুতকে নিয়ে মালদ্বীপ যেতে হয়েছিল আপনাকে?”

লাস্যময়ী স্টাইলে ভরা মঞ্চে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললেন মুসকান বেবি

এই কথা শুনেই হাসিতে ফেটে পড়েন শাহিদ ও অন্যরা। পরে এই অভিনেতা বলেন, “আজকাল সিনেমাতে তো নায়িকাদের সঙ্গে চু’’ম্ব’’ন দৃশ্য থাকেই। আর সত্যি কথা বলতে কী, মীরাও খুব চায়, আজকাল আমার সব সিনেমা যেন নায়ককেন্দ্রীক হয়, যেখানে কোনও নায়িকা থাকবে না। শুধু নায়ক দিয়েই সিনেমা শেষ করতে হবে!”