জুমবাংলা ডেস্ক : এক দিনে ২ টাকা ৮৫ পয়সা অবমূল্যায়ন করে ১০৮ টাকা ৮৫ পয়সায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এত দিন প্রতি মাসে ১ টাকা করে এ দর বাড়ানো হচ্ছিল। সোমবার ২ টাকা ৮৫ পয়সা বাড়ানো হয়।
অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ডলারের দর নির্ধারণ করার পর বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রির দর বাড়িয়ে থাকে।
জুনে ডলারের দর ছিল ১০৬ টাকা। ঈদের আগে এ দরেই কেন্দ্রীয় ব্যাংক রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কাছে বিক্রি করছিল।
সোমবার কেন্দ্রীয় ব্যাংক রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কাছে ৭২ মিলিয়ন বা ৭ কোটি ২০ লাখ ডলার বিক্রি করেছে।
সোমবার অর্থবছরে প্রথম ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক। গত অর্থবছরে ১৩ বিলিয়নের বেশি বাণিজ্যিক ব্যাংকগুলোতে ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এক বছরের বেশি সময় ধরে কেন্দ্রীয় ব্যাংক বাজারে ডলার বিক্রি করছে। এ সময়ের মধ্যে প্রায় ২৬ দশমিক ২০ শতাংশ অবমূল্যায়ন হয়েছে।
বাণিজ্যিক ব্যাংকগুলো এলসি বা ঋণপত্র খোলার জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে ডলার নেয়। কারণ সরকারি এলসিতে জ্বালানি তেলসহ আরও অন্যান্য প্রয়োজনীয় জিনিস আমদানি করতে হয়।
ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো এলসি খোলার ক্ষেত্রে অর্ধেক ডলার নিজেদের থেকে এবং বাকি অর্ধেক কেন্দ্রীয় ব্যাংক থেকে নেয়।
কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ডলার বিক্রির দর আরও বাড়ানো হয়েছে, যেন রিজার্ভের ওপর চাপ কম পড়ে। তবে বাংলাদেশ ব্যাংক এখন থেকে ইন্টারব্যাংক ডলারের দরে সমান রিজার্ভ থেকে ডলার বিক্রি করবে।’
সোমবার আন্তঃব্যাংক ডলার লেনদেনের দর ছিল ১০৮ টাকা ৭০ পয়সা। ফলে এর চেয়ে ১৫ পয়সা দরে বেশি ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘গত কয়েক মাসের মধ্যে রিজার্ভ থেকে ডলার বিক্রির দর এটাই সবচেয়ে বেশি। কারণ ২০২২-২৩ অর্থবছরের ৪ মে থেকে প্রতি ডলার ১০৪ টাকা ৫০ পয়সা বিক্রি করা হচ্ছিল। তা গত জুনে ১ টাকা ৫০ পয়সা বাড়িয়ে ১০৬ টাকা করা হয়েছিল। আর সোমবার একবারে ২ টাকা ৮৫ টাকা বাড়িয়ে ১০৮ টাকা ৮৫ পয়সা করা হয়েছে।’
তবে সব ব্যাংক এই দরে ডলার পাচ্ছে না। সরকারের প্রয়োজনীয় আমদানি ব্যয় মেটানোর জন্য শুধু রাষ্ট্রায়ত্ত কয়েকটি ব্যাংকের কাছে ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। অন্য ব্যাংকগুলোকে আন্তব্যাংক মুদ্রাবাজার থেকে ডলার কিনে আমদানি কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।