আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মণিপুরে কয়েকটি জেলায় পরিস্থিতির উন্নতি হওয়ায় কারফিউ শিথিল ও ইন্টারনেট পরিষেবায় স্থগিতাদেশ আংশিকভাবে তুলে নেওয়া হয়েছে। শনিবার এক আদেশে রাজ্যের স্বরাষ্ট্র বিভাগ এই নির্দেশ দেয়।
এতে বলা হয়, পূর্ব ও পশ্চিম ইমফাল, থাউবাল, কাকচিং ও বিষ্ণুপুরে ভোর ৫টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। তবে গণ জমায়েতের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।
এদিকে, উখরুলে ভারতের কেন্দ্রীয় পশুপালন, পশু চিকিৎসা বিভাগ ও পরিবহন মন্ত্রী খাশিম ভাসুমের বাসভবনে বোমা বিস্ফোরণ হয়েছে। এতে কেউ হতাহত হয়নি। স্থানীয় সময় রাত প্রায় পৌনে ৯ টার দিকে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় বাড়িতে ছিলেন না মন্ত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।