মৌনী রায়ের ব্রহ্মাস্ত্র লুক ঝড় তুললো নেট দুনিয়ায়

মৌনী রায়ের ব্রহ্মাস্ত্র লুক

বিনোদন ডেস্ক : সদ্য বিবাহিত রণবীর কাপুর এবং আলিয়া ভাটকেব্রহ্মাস্ত্র পার্ট ১: শিবা’ ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে। সেই ছবির টিজার মুক্তি পেয়েছে বেশ কিছুটা সময় হয়ে গিয়েছে। এবার একে একে ছবির পোস্টার প্রকাশ করা হচ্ছে।

মৌনী রায়ের ব্রহ্মাস্ত্র লুক

মঙ্গলবার যেমন একটি মোশন পোস্টারের মাধ্যমে ‘ব্রহ্মাস্ত্র’য় মৌনী রায়কে কেমন লুকে দেখা যাবে তা প্রকাশ করা হয়েছে। আর বঙ্গ তনয়ার লুক প্রকাশ্যে আসতেই নেট পাড়ায় শুরু হয়েছে চর্চা।

‘ব্রহ্মাস্ত্র’ ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায় সামাজিক মাধ্যমে ‘জুনুন’রূপী মৌনীর লুক প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে, কালো রঙের পোশাক পরে রয়েছেন তিনি। পিছনে আগুন জ্বলছে, জ্বলজ্বল করছে তাঁর লাল রঙা দুই চোখ। জানা যাচ্ছে, ছবিতে খলনায়িকার ভূমিকায় অভিনয় করেছেন এই বঙ্গ সুন্দরী। রণবীরের বিরুদ্ধে লড়তে দেখা যাবে তাঁকে।

মৌনীর লুক প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় চর্চা শুরু হয়ে গিয়েছে। দর্শকদের একাংশের মৌনীর লুক দেখে তাঁর ‘নাগিন’ ধারাবাহিকের কথা মনে পড়েছে। কেউ কেউ আবার বঙ্গ তনয়ার লুকের সঙ্গে মার্ভেল’এর সুপারহিরো স্কারলেট উইচ’এর লুকেরও তুলনা করেছেন।

১২টি লক্ষণে বুঝে নিন ছেলে নাকি মেয়ে হবে