জুমবাংলা ডেস্ক : ক্লাস শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত ওই শিক্ষার্থীর নাম মনির হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন।
পরে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।
তার পরিবার ও বিভাগীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এ ঘটনায় ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সহপাঠীদের সূত্রে জানা যায়, মনিরের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলায়।
তিনি দুপুর ২টায় ক্লাস শেষ করে ক্যাম্পাসের মূল ফটক থেকে সিএনজিতে করে বাড়ির দিকে রওনা হন। কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড়ে পৌঁছালে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় মারাত্মকভাবে জখম অবস্থায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
আরবি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবদুল মোত্তালিব বলেন, ‘আমরা তার মৃত্যুর খবরটি অবগত হয়ে অন্য শিক্ষকদের নিয়ে হাসপাতালে এসেছি। আমরা একজন সম্ভাবনাময়ী মেধাবী শিক্ষার্থীকে হারালাম। পুরো বিভাগই শোকাহত। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।