বিনোদন ডেস্ক : বিগত বছরগুলোর রেকর্ড ভেঙে ভয়াবহ বন্যার রূপ দেখেছে সিলেটবাসী। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে শুধু সিলেটেই নয়, দেশের আরও কয়েকটি জেলা বন্যা কবলিত হয়েছে। বন্যার্ত অসহায় মানুষদের সহযোগিতায় যে যেভাবে পারছেন হাত বাড়াচ্ছেন। সেই তালিকায় রয়েছে জনপ্রতিনিধি থেকে শুরু করে তারকা, ব্যক্তিত্বরা।
তাদেরই একজন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু। বানভাসি মানুষের জন্য খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করেছেন তিনি। বুধবার (২২ জুন) দুপুরে ফেসবুকে এক স্ট্যাটাসে এই অভিনেত্রী জানান, ‘আমি একজন শিল্পী, শিল্পপতি নই। গুটি কয়েকজন দেখি আমার বিভিন্ন পোস্টে কমেন্ট করছেন যে, বন্যার্তদের সাহায্য না করে আমরা শিল্পীরা রংঢং করছি। তারা ব্যক্তি মনিরা মিঠুকে চেনেন না, জানেন না। জানানোর প্রয়োজন বোধ করছিলাম না। কিন্তু এখন তাদের না জানিয়ে পারছি না। সহ্যের বাইরে চলে গেছে।’
বন্যার্তদের সাহায্য প্রসঙ্গে মনিরা মিঠু লিখেছেন, ‘আমি বন্যার্তদের সাহায্য করেছি আমার সামর্থ্য অনুযায়ী। একটা খাসি কিনে চাল, ডাল দিয়ে খিচুড়ি রেঁধে যেন অন্তত ২০০ লোক খেতে পারে সেই ব্যবস্থা করেছি বিশ্বস্ত লোকের মাধ্যমে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ!’
অভিনেত্রী আরও জানান, ‘আমি এই মাসে বন্যার্ত ছাড়াও ভয়ংকর বিপদগ্রস্ত হাসপাতালে আমার কলিগকেও সাহায্য করেছি আমার সামর্থ্যর বাইরে গিয়ে, আলহামদুলিল্লাহ। সব প্রশংসা আল্লাহর নামে। রিজিকের মালিক আল্লাহ!’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।