বিনোদন ডেস্ক : এত বছর ধরে বাদশার বাড়ির নামফলকের সামনে দাঁড়িয়ে ছবি তুলে যান ভক্তরা। সেটি হঠাৎ উধাও হতেই শোরগোল। ভক্তদের কাছে মুম্বইয়ে বান্দ্রা মানেই শাহরুখ খানের বাড়ির এলাকা! বান্দ্রা গিয়ে পৌঁছেছেন, শাহরুখের বাড়ি দেখে যাবেন না, তা-ও কি হয়! এই উন্মাদনা বছরের পর বছর ধরে চলছে। দলে দলে অনুরাগীরা যান, ‘মন্নত’-এর সামনে দাঁড়িয়ে ছবি তোলেন। এটাই বরাবরের দৃশ্য়।
সম্প্রতি তাতেই ছন্দপতন! মুম্বই সংবাদমাধ্যমের খবর, এক দল ভক্ত ‘মন্নত’-এর সামনে গিয়ে দেখেন বাড়ির নামফলক উধাও! গত মাসেই নতুন একটি নামফলক লাগানো হয়েছে কিং খানের বাংলোর দরজায়। সেটিকে ফ্রেমে রেখে ছবি তোলার ধুম পড়ে গিয়েছিল তখন থেকেই। কিন্তু এত বছরে নামফলকহীন শাহরুখের বাড়ি কখনও দেখেননি কেউই। ভক্তরা তাজ্জব। স্বর্ণাক্ষরে শাহরুখ খানের নামাঙ্কিত ফলক গেল কোথায়? ‘মন্নত’-এর নামফলকহীন দরজার ছবি তাই নেটমাধ্যমে ভাগ করে নিয়েছেন অনেকেই।
খবর ছড়িয়েছে নিমেষেই। আরও অনেকে ‘মন্নত’-এর সামনে গিয়ে সরেজমিন দেখে এসেছেন পরিস্থিতি। ক্ষোভও উগরে দিয়েছেন কেউ কেউ— এ বার বান্দ্রায় গিয়ে ছবি তুলবেন কী করে? শাহরুখের সঙ্গে ফ্রেম ভাগ করার অভিজ্ঞতা সুদূরের স্বপ্ন! তাই নামফলকটুকুর সঙ্গেই যে এত কাল সেলফি তুলছেন সবাই! সেই স্বাদও তবে এ বার অধরা?
সকলের উদ্বেগ মিলিজুলি হয়ে নেটমাধ্যমে শুরু জল্পনা। তবে কি চুরি গেল নামফলক? নাকি গৌরী খান নতুন কোনও গৃহসজ্জার পরিকল্পনা করছেন? এক মাস ধরে অনুসন্ধান চালিয়ে শেষমেশ রহস্যভেদ!
গোপন সূত্রে জানা গিয়েছে, নামফলকের অন্তর্ধান রহস্য। মন্নতের বাগানেই নাকি পড়ে রয়েছে ২৫ লক্ষ টাকার সেই ফলক। বর্তমানে সেটির সংস্কার চলছে। কাজ শেষ হলেই আবার যথাস্থানে টাঙানো হবে ফলক। স্বর্ণাক্ষরে জ্বলজ্বল করবে সপরিবার ‘বাদশা’র ঠিকানা নির্দেশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।