জুমবাংলা ডেস্ক : বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে গণঅধিকার পার্টি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ রবিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় এই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় গণমাধ্যমে হিরো আলম বলেন, উকিলের ভুলে মনোনয়নপত্র বাতিল হয়েছে তার।
মনোনয়নপত্র বাতিলের পর হিরো আলম নিজের ভুল স্বীকার করে বলেন, ‘মানুষ মাত্রই ভুল হয়। আমারও ভুল হয়েছে। আমি দেশের বাইরে ছিলাম। আমার উকিল দুইটা ভুল করেছেন।
উকিল ভুল করা মানে আমিই দুইটা ভুল করেছি। হলফনামায় স্বাক্ষর ছিল না, এটা একটা ভুল ধরা হয়েছে। দ্বিতীয়ত ভুল করে স্বতন্ত্র প্রার্থীর ফরম পূরণ করা হয়।’ তবে মনোনয়নপত্র বাতিল হওয়ায় দুশ্চিন্তার কারণ নেই বলে জানান তিনি।
হিরো আলম বলেন, ‘সবাই জানেন আমার প্রার্থিতা বাতিল নতুন কিছু না। হলফনামায় স্বাক্ষর ইচ্ছা করলে তারা এখানে নিতে পারত। আমি এখানে দিতে পারতাম। অন্য প্রার্থীরা এ বিষয়ে অবজেকশন করেছে, তাই আমাকে বাতিল করেছে। এটা এমন কিছু না।
আমাকে এর আগে যতবারই বাতিল করা হয়েছে, ততবারই আমি নিয়ে এসেছি। এবারও বাতিল করেছে। ইনশাআল্লাহ হিরো আলম ভোটের মাঠে থাকবে। আমি আবারও বৈধতা ছিনিয়ে আনার চেষ্টা করব। প্রয়োজনে আবারও হাইকোর্টে যাব। মানুষের ভালোবাসা নিয়ে নির্বাচনের মাঠে থাকব।’
এদিকে কিছুদিন আগেই আরব আমিরাতে একটি মোবাইল ফোনের শোরুম উদ্বোধন করতে গিয়ে হিরো আলম বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের সঙ্গে বলিউড ছবি করার ঘোষণা দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।