মনস্টার বাইক আনল ডুকাতি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বিখ্যাত অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ডুকাতি নতুন মনস্টার বাইক আনল। দুর্দান্ত এক্সেলারেশন দেবে এই বাইক। ডুকাতি মনস্টার মডেলে রয়েছে ৯৩৭ সিসির লিকুইড কুলড ইঞ্জিন। যা ৯২৫০ আরপিএমে ১১০ হর্স পাওয়ার এবং ৬৫০০ আরপিএমে ৯৩ নিউটন মিটার টর্ক তৈরি করে।

বাইকটিতে ৬-স্পিড গিয়ারবক্স দেওয়া হয়েছে। সঙ্গে আছে স্লিপ-এন্ড-অ্যাসিস্ট ক্লাচ এবং আপ-এন্ড-ডাউন কুইক শিফটার।

নতুন এই বাইকে ৪.৩ ইঞ্চির ফুল-কলার টিএফটি প্যানেল, মোবাইল চার্জ করার জন্যে এসইউভি কানেক্টর, উন্নত এবিএস, পাওয়ার লঞ্চসহ একাধিক ফিচার দেওয়া রয়েছে।

শক্তিশালী ইঞ্জিনে তিনটি পাওয়ার মোড দেওয়া রয়েছে। এছাড়াও এই বাইকে ৪৩ মিলিমিটার আপ-সাইড-ডাউন ফর্ক এবং পেছনে প্রিলোড অ্যাডজাস্টেবল মনোশক ব্যবহার করা হয়েছে।

ব্রেকিংয়ের জন্য ডুকাতির এই মোটরসাইকেলে ডুয়েল ৩২০ মিলিমিটার ফ্রন্ট ডিস্ক এবং সিঙ্গেল ২৪৫ মিলিমিটারের রিয়ার ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে।

ডুকাতি মনস্টারের লুক আরও আকর্ষণীয় করে তুলতে ডিজাইনকে আরও চিত্রাকর্ষক করা হয়েছে। যেকোনো বড় কোম্পানির তৈরি বাইককে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে এই মনস্টার মডেল। অন্তত এমনটাই দাবি করছে ডুকাতি।

এজেড