মাসিক কত টাকা বেতন পান অধিনায়ক সাকিব আল হাসান

সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী বেতন পাওয়ার পাশাপাশি অধিনায়ক হিসেবেও মাসিক ভাতা পান সাকিব। আর সবমিলিয়ে তিনি মাসিক কত বেতন পান, সে বিষয়ে জানা যাবে আজকের প্রতিবেদনে।

সাকিব আল হাসান

বিসিবির কেন্দ্রীয় চুক্তির সর্বোচ্চ শ্রেণি ধরা হয় ‘এ প্লাস’ ক্যাটাগরিকে। যে ক্যাটাগরিতে রয়েছেন সাকিব আল হাসান। এই শ্রেণিতে একজন ক্রিকেটার টেস্টে সাড়ে ৪ লাখ টাকা, ওয়ানডেতে ৪ লাখ টাকা এবং টি-টোয়েন্টিতে আড়াই লাখ টাকা বেতন পান। এছাড়া কোনো ফরম্যাটের অধিনায়ক এই নির্দিষ্ট ক্যাটাগরি বাদে ৪০ হাজার টাকা করে ভাতা পান।

এই হিসেব অনুযায়ী, অধিনায়কত্ব বাদে সাকিবের মাসিক বেতন হওয়ার কথা ১১ লাখ টাকা। আর তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে তার মাসিক ভাতা হওয়ার কথা ১ লাখ ২০ হাজার টাকা। সবমিলিয়ে হিসেবে তার মাসিক বেতন আসে ১২ লাখ ২০ হাজার টাকা। কিন্তু সাকিব এই টাকা বেতন পান না। এর থেকে কম টাকা গ্রহণ করতে হয় তাকে।

মূলত বিসিবির নিয়মের জালে পড়ে হিসেব অনুযায়ী টাকা পান না সাকিব। নিয়ম অনুযায়ী, যদি কোনো ক্রিকেটার এক ফরম্যাটে খেলেন তাহলে ওই ফরম্যাটের ক্যাটাগরি হিসেবে সে শতভাগ টাকা পাবেন। কিন্তু দুই ফরম্যাটে খেললে দ্বিতীয়টির ৫০ শতাংশ টাকা পাবেন। আর তিন ফরম্যাটেই থাকলে তৃতীয়টির জন্য ৪০ শতাংশ টাকা পাবেন। এছাড়া কোনো ক্রিকেটার যদি তিন ফরম্যাটেরই বা দুই ফরম্যাটের অধিনায়ক হন, তাহলে তিনি ওই ৪০ হাজার টাকার বেশি ভাতা পাবেন না।

এই ৫ অভিনেত্রীর পোশাকের দাম তারকাদের পারিশ্রমিকের সমান

ফলে সাকিব টেস্ট থেকে ৪ লাখ ৫০ হাজার, ওয়ানডে থেকে ২ লাখ এবং টি-টোয়েন্টি থেকে ১ লাখ টাকাসহ মোট ৭ লাখ ৫০ হাজার টাকা পান। আর অধিনায়ক হিসেবে পান ৪০ হাজার টাকা। তাতে সাকিবের মাসিক বেতন আসে ৭ লাখ ৯০ হাজার টাকা। এর বাইরে ম্যাচ ফিসহ বিভিন্ন পুরস্কারের টাকা তিনি পেয়ে থাকেন।