বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন কিশোরগঞ্জ জেলার মিঠামইনের মনু মিয়া। স্থানীয়দের কাছে তিনি পরিচিত একজন ‘গোরখোদক’ হিসেবে। বিগত ৪৯ বছর ধরে বিনা পারিশ্রমিকে কবর খননের কাজ করে চলেছেন তিনি। অর্থ কিংবা উপহারের বিনিময়ে নয়—সম্পূর্ণ নিঃস্বার্থভাবে তিনি এই কাজ করে চলেছেন, আর এই সময়ের মধ্যে প্রায় ৩ হাজারেরও বেশি কবর খনন করেছেন।
মৃত্যুর খবর শুনলেই গ্রামের মানুষের পাশে দাঁড়াতেন মনু মিয়া। তিনি তার বিশ্বস্ত সঙ্গী লাল ঘোড়ার পিঠে চড়ে ছুটে যেতেন সেই জায়গায়। কিন্তু দুর্ভাগ্যবশত, সেই ঘোড়াটিকে নৃশংসভাবে হত্যা করেছে কিছু দুষ্কৃতকারী। ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারিয়েছে সেই বিশ্বস্ত সঙ্গী। বর্তমানে মনু মিয়া ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক ও মানসিক অবস্থার কথা ভেবে স্ত্রী ও স্বজনেরা এখনো তাকে ঘোড়াটির মৃত্যুর কথা জানাননি।
এই হৃদয়বিদারক ঘটনার খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি নজরে এসেছে দেশের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসারের। তিনি সোমবার (১৯ মে) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে মনু মিয়াকে নিয়ে একটি তথ্যচিত্র শেয়ার করেন। সেখানে তিনি মনু মিয়ার পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন।
ভিডিওর ক্যাপশনে খায়রুল বাসার লেখেন, “মনু মিয়াকে আমি ঘোড়া কিনে দিতে চাই। আমার কবর খোঁড়ার আগ পর্যন্ত আল্লাহ যেন তাকে সুস্থ ও নিরাপদ রাখেন। কেউ যদি মনু মিয়ার সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারেন, আমি চিরকৃতজ্ঞ থাকব।”
অভিনেতার এই মানবিক উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে। অনেকেই মনু মিয়ার নিঃস্বার্থ কাজের স্বীকৃতি দিচ্ছেন এবং তার পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.