জুমবাংলা ডেস্ক : দেশের ঋণমান এক ধাপ অবনমনের পর এবার বেসরকারি খাতের ছয়টি ভালো ব্যাংকের দীর্ঘমেয়াদি আমানতের পূর্বাভাস স্থিতিশীল থেকে নেতিবাচকে নামিয়েছে আন্তর্জাতিক ঋণমান সংস্থা মুডিস।
বুধবার প্রতিষ্ঠানটির সিঙ্গাপুর কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এগুলো হলো ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক।পাশাপাশি তিনটি ব্যাংকের রেটিংও এক ধাপ অবনমন করা হয়েছে।
এর মধ্যে ব্র্যাক ব্যাংকের দীর্ঘমেয়াদি স্থানীয় ও বৈদেশিক মুদ্রার আমানত রেটিং বি১ থেকে বি২তে অবনমন করা হয়েছে। আর মার্কেন্টাইল ও প্রিমিয়ার ব্যাংকের রেটিং এক ধাপ অবনমন করার হয়েছে।
তবে রেটিং অপরিবর্তিত রাখা হয়েছে সিটি, ডাচ বাংলা ও ইস্টার্ন ব্যাংকের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।