এবার চাঁদে শাখা খুলবে এসবিআই ও পোস্ট অফিস

চাঁদে শাখা

আন্তর্জাতিক ডেস্ক : চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩ মিশনের রেশ যেন ভারতীয়দের কাটতেই চাইছে না। দীর্ঘ প্রতীক্ষার পর পাওয়া এই সাফল্যে যে তারা গা ভাসিয়ে দেবেন, তা বলাই বাহুল্য। চাঁদে চন্দ্রযানের রোভার-ল্যান্ডার কী করছে, মিশনের কাজ কতদূর এগোল? সবকিছু জানতে উদগ্রীব সাধারণ মানুষ।

চাঁদে শাখা

বহু নেটিজেনরা তারই মধ্যে নিজেদের ভাবনার সৃজনশীলতার পরিচয়ও দিচ্ছেন । সম্প্রতি মিম-রসবোধসহ এক নেটিজেন চন্দ্রপৃষ্ঠের এমন কিছু ছবি সামনে এনেছেন, যা চমকে দিয়েছে অনেককেই।সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে এআই দিয়ে তৈরি চন্দ্রপৃষ্ঠের ছবি।

যেখানে এআই বা কৃত্তিম বুদ্ধিমত্তা চন্দ্রপৃষ্ঠে এসবিআই ব্রাঞ্চ ও পোস্ট অফিসের শাখার কল্পনা করে ছবি তৈরি করেছে। ছবি তৈরিতে যে রসবোধ স্পষ্ট, তাও যেন ফুটে উঠছে।এআই’র তৈরি চাঁদে এসবিআই এর ব্রাঞ্চে লেখা রয়েছে ‘লাঞ্চকে বাদ আনা’।

লাল রঙের পোস্ট অফিসে বাংলায় লেখা রয়েছে ‘ডাকঘর’। এ ছাড়া অন্য ছবিতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাঁদের মাটিতে হাঁটছেন। ছবিগুলো ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। বিশেষ করে এসবিআই ও পোস্ট অফিসের ছবি দুটি অনেক নেটিজেনদেরই চোখ টেনেছে।

১/২ জন দিয়ে হবে না, হাজার পুরুষের সঙ্গে রাত কাটাতে চান স্বরা ভাস্কর

চন্দ্র জয়ের পর ল্যান্ডার থেকে বিক্রম বেরিয়ে চাঁদে সবকিছু খুঁটিয়ে জরিপ করছে রোভার প্রজ্ঞান। চাঁদে চন্দ্রযান-৩ মিশনের গুরুত্ব শুধু ভারত না গোটা বিশ্বের কাছে অপরিসীম। কারণ, ইসরোর চন্দ্রযান-৩ চাঁদের এমন একটি জায়গায় ল্যান্ডিং করেছে যা বিশ্বে এর আগে কোনো দেশ পারেনি করে দেখাতে ।