Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : চাঁদের দূরবর্তী অংশে সফলভাবে অবতরণ করল চীনের মহাকাশযান। আজ রবিবার (২ জুন) স্থানীয় সময় সকাল ৬টা ২৩ মিনিটে চাঁদের মাটি স্পর্শ করে মহাকাশযান চেঞ্জ’ই ৬।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
চীন বলেছে, তাদের ক্রুবিহীন মহাকাশযানটি সফলভাবে চাঁদ থেকে কিছুটা দূরে অবতরণ করেছে। চীন সরকার জানিয়েছে, মহাকাশযানটি এমন এক অনাবিষ্কৃত জায়গায় অবতরণ যেখানে আগে কেউ যাওয়ার চেষ্টা করেনি।
জায়গাটি ‘সাউথ পোল এইটকেন বেসিন’ নামে পরিচিত। ধারণা করা হয়, চাঁদ গঠিত হওয়ার শুরুর দিকে বিরাট কোন সংঘর্ষের ফলে সেখানে বিশাল গর্ত তৈরি হয়েছিল।
গত ৩ মে মহাকাশযানটি নতুন মিশ শুরু করে। এর উদ্দেশ্য ছিল চাঁদ থেকে মূল্যবান পাথর এবং মাটি সংগ্রহ করা। ইতিমধ্যে ওই গর্ত থেকে চাঁদের প্রাচীনতম কিছু পাথর বের করতে পেরেছে বলে দাবি করেছে বেশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।