চাঁদের মাটি জীবন ধারণের জন্য উপযুক্ত বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, চাঁদের মাটি গবেষণা করে তারা দেখতে পেরেছেন, এই মাটি প্রাণের অস্তিত্ব টিকে থাকতে সহায়ক।
জার্নাল জুল-এ প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, চাঁদের মাটি থেকে সফলভাবে পানি বের করে সেটিকে ব্যবহার করে কার্বন ডাই-অক্সাইডকে অক্সিজেন ও জ্বালানির উপযোগী রাসায়নিক পদার্থে রূপান্তর করা গেছে। এই প্রযুক্তি ভবিষ্যতে মানুষকে চাঁদে টিকে থাকার পথ করে দিতে পারে।
চীনের হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির লু ওয়াং বলেন, “আমরা কখনো কল্পনাও করিনি যে চাঁদের মাটির মধ্যে এমন ‘জাদু’ লুকিয়ে রয়েছে।
সবচেয়ে বড় চমক ছিল একটি পদ্ধতিতে পানি নিষ্কাশন এবং ফটোথার্মাল কৌশলে jকার্বন ডাই অক্সাইড থেকে অক্সিজেন উৎপাদনের সাফল্য। এটি জ্বালানির ব্যবহার দক্ষতা বাড়াবে এবং অবকাঠামো তৈরির খরচ ও জটিলতা কমাবে।”
সোহরাওয়ার্দীতে সমাবেশ, ঢাবি শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
এর আগে বিভিন্ন মহাকাশ সংস্থা চাঁদকে একটি সম্ভাব্য মহাকাশ ঘাঁটি হিসেবে বিবেচনা করেছিল, যেখানে থেকে দূর মহাকাশ অভিযানের প্রস্তুতি নেওয়া যেতে পারে। তবে সেটি বাস্তবায়ন সম্ভব হবে কেবল তখনই, যদি চাঁদের মাটিতেই প্রয়োজনীয় পানি, অক্সিজেন এবং জ্বালানির ব্যবস্থা করা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।