চাঁদের পৃষ্ঠে ‘বড় গর্ত’, পথ পাল্টাল প্রজ্ঞান

ভারতীয় রোভার প্রজ্ঞান

আন্তর্জাতিক ডেস্ক : চন্দ্রপৃষ্ঠে সফলভাবে পথ পরিবর্তন করেছে ভারতীয় রোভার প্রজ্ঞান। প্রায় ১২ ফুট গভীর একটি গর্তের মুখোমুখি হওয়ার পর এটি পথ পরিবর্তন করে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা-ইসরো এক টুইটে এই তথ্য নিশ্চিত করে। ইসেরো জানায়, গর্তটি থেকে তিন মিটার দূরে থাকতে রোভারটি সফলভাবে তার পথ পরিবর্তন করতে সক্ষম হয়।

ভারতীয় রোভার প্রজ্ঞান

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ছয় চাকার সৌরশক্তিচালিত রোভারটি একটি অচেনা এলাকায় ঘুরে বেড়াচ্ছে আর বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করছে। দুই সপ্তাহ এটি সক্রিয় থাকবে যার বাকি মাত্র ১০ দিন।

স্পেস অ্যাপলিকেশন স্টোরের পরিচালক নিলেশ এম দেসাই রোববার বলেন চন্দ্রযান-৩ এর রোভার মডিউল প্রজ্ঞান চন্দ্রপৃষ্ঠে কাজ করছে। এটি এখন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছে। স্বল্প এই সময়ে ইসরো বিজ্ঞানীরা সর্বোচ্চ দূরত্ব নিয়ে গবেষণার চেষ্টা করছেন।

এম দেসাই জানান, চন্দ্রাভিযানের তিনটি মূল উদ্দেশ্য হলো; চাঁদে অবতরণ এবং সেখান থেকে বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ। তিনি বলেন, এখন পর্যন্ত প্রথম দুই উদ্দেশ্য আমাদের সফল হয়েছে।

রোববার সকালে ইসরো জানিয়েছি, রোভারটি সফলভাবে চাঁদে গবেষণা চালাচ্ছে এবং তথ্য পৃথিবীতে পাঠাচ্ছে। চন্দ্রপৃষ্ঠের তাপমাত্রার একটি গ্রাফও প্রকাশ করে সংস্থাটি।

মঞ্চ মাতালো ফণা তোলা গোখরা

গত সপ্তাহে চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম দেশ হিসেবে মহাকাশযান পাঠাতে সক্ষম হয় ভারত। এর আগে চাঁদে মহাকাশযান পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন।