গাজীপুরের টঙ্গীতে ট্রাভেল ব্যাগ থেকে অলি মিয়া নামে এক যুবকের মরদেহের আট টুকরা উদ্ধারের পর এবার পলিথিনে মোড়ানো অবস্থায় মিলেছে তার মাথা।
শনিবার (৯ আগস্ট) বিকেলে টঙ্গীর বনমালা রোডের একটি বাসার বাথরুমের কার্নিশ থেকে পলিথিনে মোড়ানো বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করা হয়। র্যাব-১ এর অধিনায়ক কর্নেল আশিকুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
চাঞ্চল্যকর এই ক্লুলেস হত্যাকাণ্ডের ঘটনায় হওয়া মামলায় মূলহোতাসহ ২ জনকে প্রথমে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে র্যাব। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে বাপ্পি নামে আরও একজনকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। আসামিদের জিজ্ঞাসাবাদের পর টঙ্গীর বনমালার একটি বাসা থেকে ভুক্তভোগীর বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়।
এর আগে, শুক্রবার সকালে টঙ্গীতে সড়কের পাশে ফেলে যাওয়া ট্রাভেল ব্যাগভর্তি ৮ টুকরা মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহের আঙ্গুলের ছাপ থেকে পরিচয় নিশ্চিত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
এ ঘটনার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা। নিহত অলি মিয়া নরসিংদী জেলা সদরের করিমপুর গ্রামের শুক্কুর আলী মাস্টারের বাড়ির সুরুজ মিয়ার ছেলে। গাজীপুরের আজমিরি পরিবহনের হেলপার হিসেবে কর্মরত ছিলেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।