এখন ইনস্টাগ্রাম রিলসে আয় হবে আরও বেশি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ইনস্টাগ্রাম এই মুহূর্তে বিশ্বের সর্বাধিক ব্যবহৃত সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনের মধ্যে অন্যতম। শুধু ছবি এবং ভিডিও শেয়ার করার জন্যই নয়, ইনফ্লুয়েন্সার, কনটেন্ট ক্রিয়েটার থেকে শুরু করে ব্র্যান্ডের প্রচার সব কিছুই ইনস্টাগ্রামের জনপ্রিয়তা তুঙ্গে রেখেছে।

ইনস্টাগ্রামের রিলস খুবই জনপ্রিয় একটি ফিচার। এখানে কন্টেন্ট ক্রিয়েটররা বিভিন্ন রিলস শেয়ার করেন। যা থেকে মাসে লাখ লাখ টাকাও আয় করছেন অনেকে। তবে এখন রিলস থেকে আয় হবে আরও বেশি।

আরও দীর্ঘ রিলস শেয়ার করার সুযোগ আনছে ইনস্টাগ্রাম। বর্তমানে ইনস্টাগ্রামের রিলসে সর্বোচ্চ তিন মিনিটের ভিডিও প্রকাশ করা যায়। নতুন এ সুবিধা চালু হলে সর্বোচ্চ ১০ মিনিটের ভিডিও প্রকাশ করা যাবে। ফলে রিলস ভিডিও নির্মাতারা সহজেই বিভিন্ন বিষয়ের বড় ভিডিও তৈরি করতে পারবেন।

টিকটক, এক্স এবং ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতা করতেই এই সুবিধা এনেছে মেটা। এর আগে পুরো বিশ্বে যখন টিকটকের জনপ্রিয়তা বাড়তে থাকে তখনই মেটা তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে নিয়ে আসে রিলস ফিচার। যেখানে ছোট ছোট ভিডিও শেয়ার করতে পারেন ব্যবহারকারীরা, যেমনটা করা যায় টিকটকে।