ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে গান

গান

বিনোদন ডেস্ক : জানি বাংলাদেশ পারবে তুমিও
টেলিফোন অপারেটর রবি প্রকাশ করেছে ‘জানি বাংলাদেশ পারবে তুমিও’ শিরোনামের গান। এটি ব্যান্ডদল অর্থহীনের ২০০৮ সালের ‘চাইতে পারো ২’-এর নতুন সংস্করণ। গানটির ভিডিওতে অর্থহীনের সদস্যদের পাশাপাশি চিত্রনায়ক সিয়াম আহমেদকে দেখা গেছে।

গান

উড়িয়ে মার উড়িয়ে
ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা প্রকাশ করেছেন নতুন গান ‘উড়িয়ে মার উড়িয়ে’। সবুজ তালুকদারের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন জিগান টি জে পি। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।

জিতব আমরা
দেশের স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস প্রকাশ করেছে ‘জিতব আমরা’ শিরোনামের গান। লিখেছেন রবিউল ইসলাম জীবন। গেয়েছেন রাফা ও আনিকা। সুর ও সংগীত করেছেন অ্যাপিরাস। গানটিতে র‌্যাপ করেছেন ব্ল্যাক জ্যাং ও টুকু।

বিয়ের আগে ছেলে-মেয়েদের যেসব পরীক্ষা অবশ্যই করানো জরুরি

লড়বে বাংলাদেশ
বাংলাদেশের ক্রিকেটারদের উৎসাহ দিতে সংগীতশিল্পী শেখ সাদী নিয়ে এসেছেন লড়বে বাংলাদেশ শিরোনামের গান। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন শেখ সাদী। মিউজিক ভিডিওতেও দেখা গেছে এ সংগীতশিল্পীকে।