টেইলার্স থেকে অস্ত্রের মুখে ২ শতাধিক সালোয়ার কামিজ লুট

আন্তর্জাতিক ডেস্ক : সামনেই ঈদ, মুসলিমদের জন্য সবচেয়ে আনন্দের একটি দিন। এই আনন্দকে পূর্ণতা দিতে প্রয়োজন নতুন পোশাকের। কিন্তু এবার হয়তো সেই খুশি কপালে জুটবে না কয়েকশ নারীর। কারণ, ঈদের মাত্র দিন দুয়েক আগে দরজির দোকান (টেইলার্স) থেকে লুট হয়ে গেছে দুই শতাধিক সালোয়ার কামিজ। সম্প্রতি এ ঘটনা ঘটেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে।

মুহাম্মদ রাজ্জাক গত শুক্রবার (২৯ এপ্রিল) বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছেন, দুই দুর্বৃত্ত তার দোকানে ঢুকে অস্ত্রের মুখে ২৪০টি প্রস্তুত ও প্রায় প্রস্তুত সালোয়ার কামিজ নিয়ে চম্পট দেয়। লুট হওয়ার কাপড়ের দাম ৭ লাখ ২০ হাজার রুপির বেশি বলে জানিয়েছেন তিনি।

রাজ্জাক বলেন, এই ঈদকে যারা আমার জন্য দুঃস্বপ্নে পরিণত করেছে, তাদের কোনো ক্লু খুঁজে পায়নি পুলিশ।

রাজ্জাকের দোকানের বেশিরভাগ তাকই এখন খালি। একটি সেলাই মেশিনের পেছনে বিরস বদনে বসে তিনি বলেন, আমি ২০ বছর ধরে এই এলাকায় কাজ করছি। আমার খদ্দেররা ইসলামাবাদ-রাওয়ালপিন্ডির অভিজাত এলাকা থেকে ব্র্যান্ডেড ও দামি কাপড় নিয়ে আসে।

ডাকাতির সময় রাজ্জাকের পাশাপাশি দোকানে ছিলেন সালমান আশরাফ নামে আরেক দরজি। তিনি বলেন, ডাকাতরা খুবই আক্রমণাত্মক ছিল। তারা আমাদের পিটিয়ে দড়ি দিয়ে বেধে রাখে ও চুপ থাকতে বলে।

ডাকাতির ঘটনাটি নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। তারা জানিয়েছে, এ বিষয়ে তদন্ত চলছে।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

যৌতুক না পেয়ে আত্মীয়দের দিয়ে স্ত্রীকে ধর্ষণ, ভিডিও ছাড়লেন ইউটিউবে!