জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ-ভারত স্থলবন্দর দিয়ে ৩ হাজারের বেশি ভারতীয় নাগরিক ভারতে প্রবেশ করেছে বলে জানিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বৃহস্পতিবার (২৫ জুলাই) বিএসএফের এক প্রতিবেদনে বলা হয়, যেসব ভারতীয় নাগরিক বাংলাদেশ ছেড়েছেন এদের বেশিরভাগই ছাত্র। গত এক সপ্তাহে এখন পর্যন্ত মোট ৩ হাজার ৮৭ জন ভারতীয় নাগরিক বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছেন।
ভারতীয় নাগরিকের পাশাপাশি নেপালের ১ হাজার ১৬৮ জন, ভূটানের ৬৬ জন, মালদ্বীপের ২ জন ও কানাডার ১ জন বাংলাদেশের স্থলবন্দর হয়ে ভারতে প্রবেশ করেছে বলে নিশ্চিত করেছে বিএসএফ।
এদের পাশাপাশি বাংলাদেশিদের মধ্যে ৪১ জন ভারতে প্রবেশ করেছে। ভারতে প্রবেশ করা বাংলাদেশিদের মধ্যে সিংহভাগ সাধারণ ছাত্র বলে জানিয়েছে বিএসএফ।
বিএসএফ হেডকোয়ার্টারের অতিরিক্ত মহাপরিচালক রবি গান্ধী ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশ-ভারতের বর্ডারে অপারেশন অ্যালার্ট চালু করা হয়েছে। অবৈধভাবে বাংলাদেশ থেকে যাতে কোনো অনুপ্রবেশকারী ভারতে ঢুকতে না পারে সেদিকে সোচ্চার অবস্থান নিয়েছে বিএসএফ।
এদিকে বিএসএফের পক্ষ থেকে দেয়া এক আনুষ্ঠানিক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যেসব সহিংসতা ও অস্থিরতা বিরাজ করছে সেটির কারণেই হঠাৎ ছাত্ররা বাংলাদেশ ছেড়ে ভারতে প্রবেশ করছেন। গত এক সপ্তাহে এসব ছাত্র ভারতে প্রবেশ করলেও সবচেয়ে বেশি সীমান্ত পাড়ি দেয়ার ঘটনা ঘটেছে বিগত চারদিনে।
বিএসএফের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ-ভারত বর্ডারে অনুপ্রবেশকারী ঠেকানো রীতিমতো চ্যালেঞ্জিং কাজ। গত ছয় মাসে অনুপ্রবেশের দায়ে ৯৮৩ বাংলাদেশি ও ৪৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার পর থেকে সীমান্তে সতর্কতা আরও বাড়ানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।