Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home আমদানিকৃত পণ্য নিয়ে সাগরে ভাসছে আড়াই শতাধিক জাহাজ
    অর্থনীতি-ব্যবসা

    আমদানিকৃত পণ্য নিয়ে সাগরে ভাসছে আড়াই শতাধিক জাহাজ

    February 7, 20255 Mins Read

    জুমবাংলা ডেস্ক : রমজানকে সামনে রেখে আমদানিকৃত হাজার হাজার টন পণ্য নিয়ে এক মাসেরও বেশি সময় ধরে সাগরে ভাসছে আড়াইশ’রও বেশি লাইটারেজ জাহাজ। বাজারে দাম বাড়ানোর কৌশল হিসেবে আমদানিকারকেরা পণ্যগুলো খালাস না করে সাগরে ভাসমান গুদাম বানিয়ে রেখেছেন বলে অভিযোগ করা হয়েছে। এদিকে সময়মতো পণ্য খালাস না করায় চট্টগ্রামে লাইটারেজ জাহাজের সংকট প্রকট হয়ে উঠেছে। আমদানি পণ্য খালাসে প্রয়োজনীয় জাহাজ যোগাতে সংশ্লিষ্টদের হিমশিম খেতে হচ্ছে। অপরদিকে কিছু কিছু জাহাজ মালিকের ভূমিকার সমালোচনা করে পণ্যের এজেন্টেরা বলেছেন, পণ্য খালাস হওয়ার পর কিছু কিছু জাহাজ নিজেদের মতো করে পণ্য পরিবহনের জন্য লাইটারেজ জাহাজের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেল বা বিডব্লিউটিসিসি’র সিরিয়ালে আসে না। আবার কোনো কোনো জাহাজ মালিক ভোগ্য পণ্য পরিবহন করতে চান না। তারা খালি থাকলেও ঘোষণা না দিয়ে চুপচাপ বসে থাকেন।

    Ship

    অন্যদিকে মোংলা এবং পায়রাতে ভাড়া অপেক্ষাকৃত বেশি হওয়ায় অনেক জাহাজই সেদিকে চলে যায়। ভোগ্য পণ্য পরিবহনে জাহাজ পরিষ্কার পরিচ্ছন্ন করা বেশ খরচ এবং সময়সাপেক্ষ। এসব ঝামেলা এড়াতেও অনেক খালি জাহাজ ভাড়ার জন্য সিরিয়ালে আসছে না। গতকালও চট্টগ্রাম সাইলোতে গম বোঝাই করতে যাওয়া তিনটি অপরিচ্ছন্ন জাহাজকে খাদ্য বিভাগ রিজেক্ট করেছে। সবকিছু মিলে জাহাজ বরাদ্দ দেয়ার ক্ষেত্রে বিডব্লিউটিসিসিকে সংকটের মুখে পড়তে হচ্ছে। তারা পুরো সেক্টরে শৃংখলা না আসলে পরিস্থিতির উন্নতি হবে না বলেও মন্তব্য করেছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, রমজানকে সামনে রেখে প্রচুর ভোগ্যপণ্য আমদানি করা হয়েছে। এসব পণ্যের অধিকাংশই কন্টেনার জাহাজের মাধ্যমে বন্দরে খালাস করে রেখে দেয়া হলেও ছোলা, ডাল, ভুট্টা, গম, চিনি, সয়াবিন সিড, চনার ডালসহ নানা পণ্য খোলা অবস্থায় আমদানি করা হয়েছে। এসব পণ্য নিয়ে আসা বড় বড় মাদার ভ্যাসেলগুলো বন্দরের জেটিতে প্রবেশ করতে পারে না। এগুলো বহির্নোঙরে অবস্থান নিয়ে লাইটারেজ জাহাজে পণ্য খালাস করে। এরমধ্যে কিছু কিছু জাহাজের পণ্য বিভিন্ন গন্তব্যে খালাস করা হলেও অধিকাংশ জাহাজকেই ভাসমান গুদাম বানিয়ে রাখা হয়েছে।

    বিডব্লিউটিসিসির তথ্যানুযায়ী ২৬৯টি লাইটারেজ জাহাজে কয়েক লাখ টন পণ্য গত এক মাস আগে খালাস করা হলেও সেগুলো অভ্যন্তরীণ বাজারে আনা হয়নি। সবগুলো জাহাজই বিভিন্ন গন্তব্যে গিয়ে নদীতে ভাসছে। সংশ্লিষ্ট আমদানিকারকেরা রমজানকে সামনে রেখে দাম বাড়ার অপেক্ষায় জাহাজগুলোকে নিরাপদ গুদাম বানিয়ে আটকে রেখেছে বলেও অভিযোগ করা হয়েছে। সচরাচর বিভিন্ন সময় গুদামে প্রশাসনের অভিযান পরিচালিত হয়, পণ্যের অবৈধ গুদামজাতকরণের জন্য জরিমানা হয়। ঝুঁকি থাকে। কিন্তু জাহাজে এসবের ঝুঁকি থাকে না। সাগরে জাহাজে কোনো অভিযান পরিচালিত না হওয়ায় আমদানিকারকেরা দাম বাড়ানোর এ কৌশল খোঁজেন বলেও অভিযোগ করা হয়।

    এদিকে ২৬৯টি জাহাজ ভাসমান গুদামে পরিণত হওয়ায় লাইটারেজ জাহাজের সংকট প্রকট হয়ে উঠেছে বলে জানিয়েছেন বিডব্লিউটিসিসির নির্বাহী পরিচালক মেজর (অব.) জিএম খান। তিনি বলেন, এতগুলো জাহাজ এক মাসের বেশি সময় ধরে আটকে রাখা হলে সংকট সৃষ্টি হওয়া স্বাভাবিক। তিনি সংশ্লিষ্ট আমদানিকারক এবং পণ্যের এজেন্টদের জাহাজগুলো দ্রুত খালাস করে দেয়ারও আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গতকাল পর্যন্ত সর্বমোট ৮৮৮ জাহাজ কয়েক লাখ টন পণ্য নিয়ে দেশের ৬৯টি ঘাটে অবস্থান করছে। এসব জাহাজে ভুট্টা, গম, চিনি, ছোলা, ডাল, মটর ডাল, টিএসপি, ইউরিয়া, এমওপি, কয়লা, পাথর এবং ক্লিংকারসহ বিভিন্ন পণ্য রয়েছে।

    গতকালের পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, আজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ৩৫টি মাদার ভ্যাসেল অবস্থান করছে। একটি জাহাজে কমপক্ষে দুইটি করে জাহাজ দিলেও ৭০টি জাহাজ দরকার। অথচ বিডব্লিউটিসিসির সিরিয়ালে ৪০ থেকে ৪৫টি জাহাজ রয়েছে। এতে করে সবগুলো জাহাজে চাহিদা মোতাবেক জাহাজ দেয়া সম্ভব হবে না। আমদানিকারকেরা দ্রুত লাইটার খালি না করলে পরিস্থিতির আরো অবনতি হবে বলেও তিনি আশংকা প্রকাশ করেছেন।

    লাইটারেজ জাহাজ সংকটের কারণে দেশের আমদানি বাণিজ্যের পণ্য খালাস ব্যাহত হচ্ছে বলে উল্লেখ করে সূত্র বলেছে, চাহিদা মোতাবেক জাহাজ দেয়া সম্ভব হচ্ছে না বহু মাদার ভ্যাসেলে। এতে বহির্নোঙরে জাহাজের অবস্থানকাল বেড়ে যাচ্ছে। যা দেশের সার্বিক আমদানি বাণিজ্যের জন্য ক্ষতিকর বলেও সূত্র জানিয়েছে।

    ভোগ্য পণ্যের বাজার অস্থিতিশীল করার জন্য লাইটারেজ জাহাজ খালি না করে জাহাজগুলোকে ভাসমান গুদাম বানিয়ে রাখা হয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্যও সরকারের বিভিন্ন এজেন্সির প্রতি অনুরোধ জানানো হয়েছে।

    মেজর (অব.) জিএম খান ১৫ জন পণ্যের এজেন্টকে আমদানিকারকদের চাপ দিয়ে জাহাজ খালি করার উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন। জাহাজ খালি হলেই কেবল পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও তিনি মন্তব্য করেন।

    আমদানিকারকদের প্রতিনিধি পণ্যের এজেন্টদের পক্ষে থেকে বিডব্লিউটিসিসির বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করে বলেন, কিছু জাহাজ আটকে আছে কথাটি ঠিক। তবে গত ১৫/২০ দিন আগে যারা পণ্য বোঝাই করতে বরাদ্দ পেয়েছেন তাদেরকে তো জাহাজ খালি করার সময় দিতে হবে। প্রতিটি ট্রিপের জন্য তো একটি নির্দিষ্ট ফ্রি টাইম আছে। গতকাল বরাদ্দ দিয়ে আজ যদি জাহাজ খালি করতে বলা হয় তাহলে তো হবে না। তারা বলেন, বেশ কিছু জাহাজ মালিক জাহাজ খালি করার পরও ঘোষণা না দিয়ে ভালো ভাড়ার জন্য অপেক্ষা করেন। আবার অনেকেই সিরিয়ালের বাইরে গিয়ে পণ্য পরিবহন করেন। ওই জাহাজ খালি হওয়ার তথ্যই বিডব্লিউটিসিসিকে দেয়া হয় না। প্রতিটি জাহাজের নাম ধরে ধরে খোঁজ করলে দেখা যাবে অনেক জাহাজই গন্তব্যে পণ্য খালাস করার পর কোথাও ঘাপটি মেরে বসে আছে। আবার কোনো কোনো জাহাজ মালিক বাড়তি ভাড়ার লোভে পায়রা ও মোংলা বন্দরের পণ্য পরিবহন করতে চলে গেছেন। ওই জাহাজগুলো চট্টগ্রামের সিরিয়ালেই নেই। তাই চট্টগ্রামে মাদার ভ্যাসেলের জন্য লাইটারেজ জাহাজ পাওয়া যাচ্ছে না।

    ভোগ্য পণ্য পরিবহনের ব্যাপারে জাহাজ মালিক এবং নাবিকদের অনাগ্রহ এক্ষেত্রে বড় ধরনের সংকট সৃষ্টি করছে উল্লেখ করে একাধিক পণ্যের এজেন্ট জানান, ভোগ্য পণ্যের জন্য জাহাজ পরিষ্কার পরিচ্ছন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। খাদ্য বিভাগের সার্ভেয়ার সরজমিনে পরিদর্শন করে জাহাজটি ভোগ্য পণ্য পরিবহনে উপযোগী হিসেবে রিপোর্ট দেয়ার পরই কেবল জাহাজটি পণ্য বোঝাই করতে পারে। আগের ট্রিপে পাথর কিংবা কয়লা বহনকারী অনেক জাহাজও পরিষ্কার না করে ভোগ্য পণ্য বোঝাই করতে চলে যায়। গতকালও সাইলো জেটিতে তিনটি লাইটারেজ জাহাজ ভোগ্য পণ্য বোঝাই করতে গেলেও সেগুলো ছিল একেবারে অপরিষ্কার। খাদ্য বিভাগ জাহাজ তিনটিকেই রিজেক্ট করেছে। সংশ্লিষ্ট পণ্যের এজেন্ট নতুন করে তিনটি জাহাজ দেয়ার আবেদন করেছে। কিন্তু ওখানে তিনটি জাহাজ দেয়ার পরিস্থিতি গতকাল বিডব্লিউটিসিসির ছিল না বলেও সূত্র জানিয়েছে।

    সূত্র জানায়, পুরো সেক্টরে একটি সমন্বিত শৃংখলা না আসা পর্যন্ত এগুলো নিয়ন্ত্রণ করা যাবে না বলেও পণ্যের এজেন্টদের কয়েকজন মন্তব্য করেছেন।

    উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এবং ওভারসাইড থেকে দেশের বিভিন্ন অঞ্চলে পণ্য পরিবহনের উপযোগী প্রায় ১৮শ’ লাইটারেজ জাহাজ রয়েছে। এরমধ্যে কিছু জাহাজ মেরামতসহ নানা কাজে ডক ইয়ার্ডে থাকে। বেশ কিছু জাহাজ সিরিয়ালের বাইরে গিয়ে ভাড়ায় চলে। আবার কিছু জাহাজ মোংলা এবং পায়রা বন্দরে চলে গেছে। এতে করে চট্টগ্রামে বর্তমানে যে জাহাজ রয়েছে সেগুলোর মধ্যে ভাসমান গুদামে পরিণত হওয়া জাহাজের সংখ্যা বাদ দিলে বাকি জাহাজ দিয়ে দেশের অভ্যন্তরীণ রুটে পণ্য পরিবহন সামাল দেয়া কঠিন বলেও সূত্র জানিয়েছে।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘আড়াই অর্থনীতি-ব্যবসা আমদানিকৃত জাহাজ নিয়ে, পণ্য ভাসছে শতাধিক সাগরে
    Related Posts
    নগদ

    ফের নগদের নিয়ন্ত্রণ নিয়েছে দুষ্কৃতকারীরা : বাংলাদেশ ব্যাংক

    May 17, 2025
    ইতালি থেকে রেমিট্যান্স

    ইতালি থেকে রেমিট্যান্স বেড়েছে, চাঙ্গা হচ্ছে দেশের অর্থনীতি

    May 17, 2025
    মহার্ঘ ভাতা কি

    মহার্ঘ ভাতা কি? বিস্তারিত ব্যাখ্যা ও বর্তমান প্রেক্ষাপট

    May 17, 2025
    সর্বশেষ সংবাদ
    ওয়েব সিরিজ
    নতুন রোমান্টিক ওয়েব সিরিজ রিলিজ, দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে!
    সন্দেহ দূর
    সম্পর্কে সন্দেহ দূর করতে যা করবেন
    Bijoy
    প্রেমের গুঞ্জনে পানি ঢাললেন বিজয়
    ওয়েব সিরিজ
    জনপ্রিয় এই ওয়েব সিরিজগুলো ভুলেও পরিবারের সামনে দেখবেন না!
    মেয়েদের উত্তর
    মেয়েদের কাছ থেকে ম্যাসেজের উত্তর আসার দারুন উপায়
    DR
    মার্কিন শুল্ক নিয়ে এত ভয়ের কিছু নেই : দেবপ্রিয় ভট্টাচার্য
    Hospital
    লালমনিরহাটের রেলওয়ে হাসপাতালটি এখন ভুতুড়ে বাড়ি
    ওয়েব সিরিজ
    নতুন ওয়েব সিরিজে সম্পর্কের টানাপোড়েন, দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে!
    গুগল থেকে ইনকাম করার যত উপায়
    সভা-সমাবেশ নিষিদ্ধ
    রাজধানীর আরও কয়েক স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ
    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.