রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ঢাকাস্থ চীন ও ফ্রান্সের দূতাবাস। মঙ্গলবার (২২ জুলাই) পৃথক শোকবার্তায় এই দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বার্তা পাঠিয়েছে দুই দেশের কূটনৈতিক মিশন।
চীনা দূতাবাস এক শোকবার্তায় জানায়, “ঢাকায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই এবং শোকসন্তপ্ত পরিবার ও আহতদের প্রতি জানাই আন্তরিক সহানুভূতি। আমরা তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
একইসঙ্গে ঢাকার ফ্রান্স দূতাবাসের পক্ষ থেকেও দেয়া হয় সমবেদনার বার্তা। বার্তায় উল্লেখ করা হয়, “২১ জুলাই ঢাকায় একটি স্কুল ভবনে বিমান বিধ্বস্ত হয়ে অসংখ্য প্রাণহানি ঘটেছে, এতে আমরা গভীরভাবে শোকাহত। ফ্রান্স সরকার ও জনগণের পক্ষ থেকে নিহতদের পরিবার এবং বাংলাদেশের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। এই দুঃসময়ে ফ্রান্স বাংলাদেশের পাশে রয়েছে।”
উল্লেখ্য, সোমবার দুপুরে রাজধানীর উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর ‘এফ-৭ বিজিআই’ মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে এ পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু। আহত হয়েছেন অন্তত ১৭০ জন। হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসা চলছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।