স্পোর্টস ডেস্ক : আফিকা কাপ অফ নেশন্সে ৩-০ গোলের বড় জয় পেয়েছে ২০২২ বিশ্বকাপের সেমিফাইনাল খেলা মরক্কো। বুধবার রাতে তানজানিয়ার বিপক্ষে এ জয় দিয়ে আফ্রিকার শ্রেষ্ঠত্বের মিশন শুরু করে দেশটি।
আইভরি কোস্টের উপকূলীয় শহর সান পেড্রোতে এদিন মরক্কোর হয়ে অধিনায়ক রোমেইন সেইস, আজেদিন ওনাহি ও ইউসেফ এন-নেসিরি গোলের দেখা পান। তার আগে দশজনের দলে পরিণত হয় তানজানিয়া।
এর আগে মাত্র একবারই আফ্রিকার সেরা হয়েছিল মরক্কো। সেটিও ৪৮ বছর আগে ইথিওপিয়াতে বসা আসরে।
এর আগে একমাত্র আফ্রিকান রাষ্ট্র হিসেবে গত বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে মরক্কো। ফুটবলের সবচেয়ে বড় আসরে তারা হারায় স্পেন ও পর্তুগালের মতো দেশকে। =কাতারের সেমিফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে থামে তাদের বিশ্বকাপ অভিযাত্রা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।