মোশাররফ করিমের কেন এই হাল

মোশাররফ করিম

বিনোদন ডেস্ক : ছোট পর্দার অভিনেত্রী ফারিয়া শাহরিন তার ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা গেল, এক ব্যক্তির পুরো শরীর কাদায় মাখামাখি। চোখ আর নাকের ছিদ্র ছাড়া এক বিন্দু জায়গাও বাদ নেই, সবখানে কাদার ছড়াছড়ি।

মোশাররফ করিম

ছবিটির ক্যাপশনে ফারিয়া লেখেন, ‘স্যালুট বস’। খেয়াল করলে বোঝা যায়, কাদামাখা মানুষটি আসলে দাপুটে অভিনেতা মোশাররফ করিম। কিন্তু তার এই হাল কেন?

জানা গেল, ‘জমজ ১৫’ নাটকের জন্যই এমন সাজ নিয়েছেন মোশাররফ করিম। আগামী ঈদ উপলক্ষ্যে নির্মিত হচ্ছে এটি। বরাবরের মতো এই নাটকেও তাকে দেখা যাবে কদু, এক্কা ও নেক্কা তিনটি চরিত্রে দেখা যাবে।

‘জমজ’ অত্যন্ত জনপ্রিয় একটি ফ্র্যাঞ্চাইজি। অনেক বছর ধরে প্রতি ঈদেই নাটকটির একটি করে পর্ব নির্মিত হয়। সাফল্যের সেই ধারাবাহিকতায় এবার নির্মিত হচ্ছে ‘জমজ ১৫’। কচি খন্দকারের রচনায় এটি পরিচালনা করছেন আজাদ কালাম।

গাড়ি দুর্ঘটনা নিয়ে যা বললেন মালাইকা অরোরা

এবারের ‘জমজ’-এ মোশাররফ করিমের সঙ্গে যুক্ত হয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত ফারিয়া শাহরিন ও শরাফ আহমেদ জীবন। রোজার ঈদে আরটিভিতে দেখা যাবে নাটকটি।

মোশাররফ করিমের সঙ্গে এর আগে ‘সাদা মানুষ’ নামের একটি নাটকে কাজ করেছিলেন ফারিয়া শাহরিন। সে কথা স্মরণ করে অভিনেত্রী বলেন, “সাদা মানুষ’ নাটকের পর অনেকদিন ধরে মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করা কথা থাকলেও দুজনের সময় মিলছিল না। অবশেষে বড় আয়োজনে ‘যমজ ১৫’ নাটকে একসঙ্গে কাজ করছি। দারুণ জনপ্রিয় নাটক এটি। এমন নাটকে তার সঙ্গে অভিনয় করতে পেরে দারুণ লাগছে।”