Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home আমের রাজধানীতে সৌদি আরবের খেজুর চাষে সফল মোশারফ
Bangladesh breaking news অর্থনীতি-ব্যবসা কৃষি বিভাগীয় সংবাদ রাজশাহী

আমের রাজধানীতে সৌদি আরবের খেজুর চাষে সফল মোশারফ

Saiful IslamJuly 14, 2024Updated:July 15, 20243 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : আম, কাঁসা-পিতলের জেলা হিসেবে সুখ্যাতি রয়েছে চাঁপাইনবাবগঞ্জের। এখন এই আমের রাজধানীতে চাষ হচ্ছে সৌদি আরবের বিখ্যাত সব খেজুর। ইউটিউব দেখে সৌদি আরবের খেজুর চাষে সাফল্য পেয়েছেন মোশারফ হোসেন (৩৫)। ২০১৯ সালে ১৩৫০টি গাছ দিয়ে বাগান শুরু করেন তিনি। প্রথমে পরিবার ও এলাকাবাসী উপহাস করলেও গত চার বছর ধরে মোশারফের খেজুরের ফলন দেখে হতবাক তারা।

Dates

সরেজমিনে দেখা যায়, বাগানজুড়ে সারি সারি খেজুরগাছ। প্রতিটি গাছে ছড়িয়ে থাকা এক থেকে দেড় ফুট লম্বা পাতার কারণে দূর থেকে মনে হয় ঝাউবন। কাছে গেলে দেখা যায়, প্রতিটি গাছেই সেই পাতার আড়ালে থোকায় থোকায় ধরেছে খেজুর। সৌদি খেজুরের এ বাগান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা দায়পুকুরিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামে। বাগানে অন্তত ১১ জাতের খেজুরগাছ আছে। এছাড়া খেজুর চাষের পাশাপাশি খেজুর চারার নার্সারিও গড়ে তুলেছেন তিনি। যার নাম দিয়েছেন স্বপ্ন ছোঁয়া নার্সারি।

খেজুর চাষি মোশারফ হোসেন বলেন, প্রথমে ইউটিবে খেজুর চাষ দেখি। গাছে থোকায় থোকায় খেজুর দেখে মন আর ধরে রাখতে পারলাম না। তারপর বীজ সংগ্রহ করে বাগান করার উদ্যোগ গ্রহণ করি। ২০১৯ সালে ১৩৫০টি গাছ দিয়ে শুরু করি। সেই বছর আমার বাগানে ৩১০টি গাছে খেজুরের ফলন আসে। বর্তমানে আমার বাগানে ১৫০টি গাছে থোকায় থোকায় খেজুর ঝুলছে।

খেজুর চাষ শুরুর দিকের কঠিন সময়ের কথা তুলে ধরে তিনি বলেন, খেজুর চাষের কারণে পরিবার থেকেও লাঞ্চিত হয়েছিলাম। খেজুর চাষ করার কারণে সবাই আমাকে উপহাস করতো। কিন্ত আমি নিশ্চিতভাবে জানতাম বাংলাদেশের মাটিতে খেজুর চাষ সম্ভব। এমনকি বাংলাদেশের ৬৪টি জেলায় খেজুর চাষ সম্ভব। তার কারণে আমি কোনোভাবেই থেমে থাকিনি এবং এখন পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। এছাড়া ২০২২ সালে যখন আমি এলাকার মানুষকে খেজুর দেখানোর জন্য নিয়ে আসতাম তখন কেউ বিশ্বাস করে আসতো আবার কেউ আসতো না। কেউ আবার সেই সময় উপহাস করতো। তবে কিছু লোকজন আমার বাগানে আসতো এবং খেজুর খেয়ে গিয়ে অন্য সবাইকে জানাতো। এখন মানুষ আমাকে সম্মানের চোখে দেখে। এটি একটি সম্মানিত ফল এবং এই ফলের দ্বারা এখন আমি অনেক সম্মান পায়। এখন আমি আমের পাশাপাশি খেজুর চাষ করে ব্যাপকভাবে সফলতা পেয়েছি।

এই খেজুর চাষি মোশারফ হোসেন আরও জানান, খেজুরগুলো কুরিয়ারের মাধ্যমে সারাদেশে বিক্রি করেন তিনি। আবার কেউ বাগানে এসে পছন্দ মতো খেজুর নিয়ে যান। বেশিরভাগ খেজুরই বাগান থেকে বিক্রি হয়। সৌদি আরবের চাষকৃত খেজুর এবং তার চাষকৃত খেজুরের মধ্যে স্বাদ ও মিষ্টতায় কোন তফাৎ নেই বলেও জানান তিনি।

খেজুর গাছের পরিচর্যা নিয়ে তিনি বলেন, খেজুর গাছের পরিচর্যা নিয়ে অনেকেই হতাশ। তবে এই খেজুর গাছের পরিচর্যা তেমন কিছু নয়। শীতের আগে ও পরে দুইবার জৈব সার প্রয়োগ করি এবং মাসে একবার গাছগুলোতে স্প্রে করে দেই। খেজুর গাছে তেমন পোকার আক্রমণ থাকে না। তবে গন্ডার পোকা নামে একটি পোকা আছে যা গাছের মূলে খেয়ে ফেলে। তখন গাছটি মারা যায়। তার আগে কীটনাশক প্রয়োগ করে পোকার আক্রমণ রোধ করলে গাছটি বেঁচে যাবে।

khyjur

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলার উপ-পরিচালক পলাশ সরকার বলেন, মোশারফ হোসেন শখের বসে সৌদি আরবের মরিয়ম, আজুয়াসহ আরও জাতের খেজুর চাষ শুরু করেছিলেন। গত বছরেও তার গাছগুলোতে ভালো খেজুর এসেছিল এবং এই বছরেও তার প্রায় ১৫০ গাছে খেজুর এসেছে। চলতি বছরে ৭০০ থেকে ৮০০ কেজি খেজুর ফলনের সম্ভবনা রয়েছে তার গাছগুলো থেকে। এছাড়া খেজুর বাগান দেখার জন্য দর্শনার্থীরা তার বাগানে আসে এবং তার বাগান থেকেই খেজুর ক্রয় করে নিয়ে যান।

তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে পানির সমস্যা রয়েছে। আর খেজুর চাষে পানির পরিমাণ কম লাগে। তাই স্বল্প পানি লাগে এই ধরনের চাষাবাদ সম্প্রসারণ করলে লাভবান হওয়া যাবে। তাছাড়া আমরা প্রচুর পরিমাণে খেজুর আমদানি করি। দেশের খেজুরের চাহিদা কিছু অংশও যদি আমরা পূরন করতে পারি চাষাবাদের মাধ্যমে তাহলে আমাদের যে বৈদেশ্যিক মুদ্রা বাইরে চলে যায় সেটি আর যাবে না। এছাড়া আমাদের দেশে খেজুর উৎপাদন সফলভাবে করতে পারব। কারণ যে জাতগুলো সারাবিশ্বে পরিচিত সেই জাতগুলোই তিনি করতে সক্ষম হয়েছেন। আমরা আশা করব কৃষক ভাই মোশারফ হোসেনকে দেখে আরও উদ্যোক্তা উৎসাহী হবে এবং এই চাষকে সম্প্রসারণ করবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
bangladesh, breaking news অর্থনীতি-ব্যবসা আমের আরবের কৃষি খেজুর চাষে বিভাগীয় মোশারফ রাজধানীতে রাজশাহী সফল সংবাদ সৌদি
Related Posts
ডাকঘর

সর্বোচ্চ মুনাফা দিচ্ছে ডাকঘর, টাকা জমা রাখার সঠিক নিয়ম

December 18, 2025

পাঁচ ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত ডিসেম্বরেই

December 17, 2025
দেশের রিজার্ভ

দেশের রিজার্ভ বেড়ে ৩২.৪৮ বিলিয়ন ডলার

December 17, 2025
Latest News
ডাকঘর

সর্বোচ্চ মুনাফা দিচ্ছে ডাকঘর, টাকা জমা রাখার সঠিক নিয়ম

পাঁচ ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত ডিসেম্বরেই

দেশের রিজার্ভ

দেশের রিজার্ভ বেড়ে ৩২.৪৮ বিলিয়ন ডলার

সন্ত্রাসী সাজ্জাদ হোসেন

চট্টগ্রামের সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর জামিন স্থগিত

স্বর্ণের দাম

২০২৬ সালেও স্বর্ণের দাম বৃদ্ধির পূর্বাভাস

তৈরি পোশাক খাতে নারী নেতৃত্ব তৈরিতে দায়িত্বশীল নীতিমালায় জোর বিশেষজ্ঞদের

এমপিওভুক্ত শিক্ষক

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

মাউশির জরুরি নির্দেশনা

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা

রমজান ও ঈদ কবে

রমজান ও ঈদ কবে হতে পারে জানাল সংযুক্ত আরব আমিরাত

Manikganj BADC

বদলির পরও অফিস কক্ষে তালা: মানিকগঞ্জ বিএডিসি কার্যালয়ে অচলাবস্থা

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.