মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড, গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

জুমবাংলা ডেস্ক: মশার কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাফসা বেগম (২৪) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পিরোজপুরের ইন্দুরকানীতে এ ঘটনা ঘটেছে। তিনি উপজেলার বালিপাড়া ইউনিয়নের বালিপাড়া গ্রামের ফারুক হাওলাদারের স্ত্রী। মঙ্গলবার রাত ১২টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের পিতা মোসলেম বয়াতি জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে খাটের পাশে জালিয়ে রাখা মশার কয়েল দিয়ে মশারিতে আগুন লাগে।

ওই আগুনে হাফসা গায়ের জামা ও ওড়নায় লেগে সে দগ্ধ হয়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্য হয়।
ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, মশার কয়েলের আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যুর খবর জেনে ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পথচারীর ফেলে যাওয়া ১ লাখ ৭৭ হাজার টাকা থানায় জমা দিলেন ভ্যানচালক আনোয়ার