জুমবাংলা ডেস্ক : রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে বাবার সঙ্গে নামাজ পড়তে গিয়ে মসজিদের সামনে থেকে নিখোঁজ শিশু ইব্রাহিমের (৩) খোঁজ মেলেনি তিন দিনেও। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নিখোঁজ হয় শিশু ইব্রাহিম। এ ঘটনার পর সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করা গেলেও এখনো তাকে প্রেপ্তার করতে পারেনি পুলিশ।
শিশু ইব্রাহিমের বাবা জানান, অনেক খোঁজাখুজিঁর পর মসজিদের সিসিটিভি ক্যামেরার ছবিতে দেখা যায় শিশুটিকে নিয়ে এক নারী তড়িঘড়ি করে দৌড়ে যাচ্ছেন। এলাকাবাসীর দাবি, বেশ কিছুদিন ধরে মসজিদের সামনেই ভিক্ষা করতেন ওই নারী। শিশুটি নিখোঁজ হওয়ার কিছুদিন আগে ওই নারীকে শিশুটির দাদার বাড়ির সামনে ঘোরাফেরা করতে দেখা গেছে।
শিশুটির মা বলেন, আমাদের বাসার কাছ পর্যন্ত এসে ওই নারী আমার শ্বশুরকে জিজ্ঞাসা করে একজন পুরুষের নাম। যার নাম আওয়াল। পরে দুই দিনের মাথায় আওয়ালের বাসা দেখিয়ে দেয় আমার শ্বশুর এবং সেখানে যেতে বলে।
বনানী থানার উপপরিদর্শক আ. হক আব্বাছি বলেন, অভিযুক্ত নারীকে গ্রেপ্তার এবং শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।