কয়েক মাস আগে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া। তার বরের নাম তানজিম তৈয়ব। রাজধানীর একটি মসজিদে পরিবারের সদস্যদের নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। মসজিদে বিয়ে করায় নেটিজেনদের একাংশের কটু কথাও শুনতে হয়েছে তাকে। কেবল তাই নয়, বরের বয়স নিয়েও সমালোচনার মুখে পড়েছিলেন ‘দেবী’খ্যাত এই অভিনেত্রী।

এতদিন ব্যাপারটি নিয়ে কোনো ধরনের মন্তব্য করেননি শবনম ফারিয়া। কয়েক দিন আগে একটি টিভি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব বিষয় নিয়ে পরিষ্কার কথা বলেছেন এই অভিনেত্রী।
মসজিদে বিয়ে করার সিদ্ধান্ত কেন নিয়েছিলেন, তার কারণ ব্যাখ্যা করে শবনম ফারিয়া বলেন, “বাংলাদেশে কোনো ছেলে বা মেয়ে যখন বিয়ে করেন তখন কি ছেলে বা মেয়ে কোনো সিদ্ধান্ত নেন? আমার যেহেতু বাবা নেই, তাই জীবনের যেকোনো সিদ্ধান্ত মা ও বড় দুই বোন-বোন জামাইয়ের কাছ থেকে অনুমোদন নিয়ে আসতে হয়।”
মসজিদে বিয়ের ব্যাপারটা গোপন রাখতে চেয়েছিলেন ফারিয়া। বিবাহোত্তর সংবর্ধনা দিয়েই বিয়ের খবর জানানোর পরিকল্পনা করেছিলেন। ব্যাপারটা মসজিদ থেকেই কোনো এক গণমাধ্যমে জানানো হয়েছিল। এরপর মসজিদে তোলা একটি ছবি পত্রিকায় প্রকাশিত হয়। না জানিয়ে বিয়েটা মানুষ স্বাভাবিকভাবে নেয়নি; পরে স্বামীর পরামর্শে ফেসবুকে বিয়ের খবর দেন বলেও জানান শবনম ফারিয়া।
শবনম ফারিয়ার স্বামীর বয়স নিয়েও সমালোচনা হয়েছে। অনেকে দাবি করেন, তার বর তার চেয়ে বয়সে ছোট। এ বিষয়ে শবনম ফারিয়া বলেন, “আমার হাজব্যান্ড অনেক ফিট। সে কারণে তাকে তরুণ দেখায়। কিন্তু ওর অনেক বয়স। সেটা একদমই বোঝা যায় না। আমার থেকে বয়সে বেশ বড়।”
এ পরিস্থিতিতে শ্বশুরবাড়ির লোকজনরে কাছ থেকে খুব সহযোগিতা পেয়েছিলেন ফারিয়া। শ্বশুর-শাশুড়ি অভিনেত্রীকে বলেছেন, “এসবে পাত্তা না দিতে, তিন-চার দিন পর এমনিতেই মানুষ ভুলে যাবে।”
২০১৫ সালে ফেসবুকের মাধ্যমে হারুন অর রশীদ অপুর সঙ্গে পরিচয় হয় শবনম ফারিয়ার। এরপর দুজনের মাঝে তৈরি হয় ভালো বন্ধুত্ব। বন্ধুত্বের সীমানা পেরিয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আংটি বদল করেন তারা। ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি জমকালো আয়োজনের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি। ২০২০ সালের ডিসেম্বরে সংসার ভাঙার ঘোষণা দেন ফারিয়া। এরপর অপু বিয়ে করলেও একা ছিলেন ফারিয়া।
গত ১৮ সেপ্টেম্বর দ্বিতীয়বার বিয়ে করেন শবনম ফারিয়া। সেদিন বাদ আসর রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ে অবস্থিত মসজিদ আল মুস্তাফায় দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই অভিনেত্রী। এসময় তার ঘনিষ্ঠ বন্ধু ও নিকট আত্মীয়রা উপস্থিত ছিলেন। তার বর তানজিম তৈয়ব বেসরকারি ব্যাংক কর্মকর্তা। চলতি বছরের শেষে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন বলে জানিয়েছেন ফারিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



