আন্তর্জাতিক ডেস্ক : দরিদ্র পরিবারগুলির জন্যে পাকিস্তানের ইসলামাবাদে রেহমাত উল আলামিন মসজিদ একটি অনন্য নজির স্থাপন করেছে। যারা অর্থের অভাবে বিয়েতে অতিথি আপ্যায়নের জন্যে কমিউনিটি হল ভাড়া করতে পারেন না, তাদের জন্যে মসজিদের তরফে মসজিদের জায়গায় বিনামূল্যের বিয়ের হল তৈরি করা হয়েছে। যাতে দরিদ্র পরিবারগুলি তাদের মেয়েদের বিয়ে সম্মান ও মর্যাদার সাথে দিতে পারে।
এখানে বর ও কনের জন্য একটি মঞ্চ, অতিথিদের খাবার পরিবেশন করার জন্য থালা-বাসন, টেবিল, চেয়ার এবং প্রশিক্ষিত ওয়েটারের সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে বিয়ের ভেন্যু প্রদান করা হয়। এই দাতব্য উদ্যোগের উদ্দেশ্য ওইসব পরিবারের বিশেষ দিনটিকে আরও আনন্দদায়ক করা।
অনুষ্ঠানের জন্যে তিন ঘণ্টার সময়সীমা নির্ধারিত থাকে। এছাড়াও বর ও কনের জন্য থাকে সাজানো মঞ্চ। বাবা-মায়েরা তাদের মেয়ের নিকাহ সম্পাদন করতে তাদের পছন্দের খতিব নির্বাচনেরও সুযোগ পান। এই হল বুকিং করতে অভিভাবকদের মসজিদ পরিচালনা কমিটির সাথে আগে থেকেই যোগাযোগ করতে হয়।
মসজিদ কমিটির সদস্য তাজ কামার জানান, ওই বিয়ের অনুষ্ঠানগুলিতে পরিবার থেকে তিনজন পুরুষ এবং তিনজন নারী সদস্যকে নির্বাচিত করতে হয় যারা বিয়ের যাবতীয় আচার সম্পন্ন করতে ভুমিকা রাখেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।