লাইফস্টাইল ডেস্ক : ডেঙ্গুর উৎপাতে নাজেহাল জনজীবন। বলা যায় মশার উৎপাতে চরম অতিষ্ঠ সময় পার করছেন মানুষ। তবুও কমছে না মশার উৎপাত। এই যখন অবস্থা তখন মশাকে দ্রুত কাবু করার উপায় অবশ্যই জেনে রাখা প্রয়োজন।
ঘর থেকে দ্রুত মশা তাড়াতে চাইলে ‘মশার যম’-কে কাজে লাগাতে হবে। আপনি কি জানেন, মশাকে দ্রুত কাবু করতে পারে একটি উপাদান?
আর ওই উপাদানকে বলা হয় ‘মশার যম’। ভাবছেন, কাকে বলে মশার যম? তাহলে শুনুন, সবার ঘরেই থাকে মশার এই যম। শুধু তা সঠিকভাবে ব্যবহার না করার কারণে মশাকে ঘর থেকে তাড়ানো কঠিন হয়ে পড়ে। তাহলে আসুন জেনে নিই ‘মশার যম’ সম্পর্কে।
রসুনকে বলা হয় ‘মশার যম’। ঘরে রসুনের অস্তিত্ব বা গন্ধ টের পেলে মশা সাধারণত ঘরে থাকতে পারে না। তাই রসুনকে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে মশার নাকে রসুনের গন্ধ সহজে পৌঁছায়।
রসুনের কয়েকটি কোয়া থেতলে, পেস্ট করে বা ব্লেন্ড করে পানির সঙ্গে মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। এবার ঘরের বিভিন্ন কোনা, মশা থাকতে পারে এমন স্থান, বিছানার আশপাশে স্প্রে করুন। দেখবেন মশা নিমিষেই উধাও।
মশার আরও একটি যম হলো সুগন্ধি। সুগন্ধ মশা একদমই সহ্য করতে পারে না। তাই সুগন্ধপূর্ণ স্থানে মশা বেশিক্ষণ থাকে না। আর যদিও থাকে তবে মাথা ঘুরে পড়ে যায়। তাই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নিয়মিত এয়ার ফ্রেশনার ব্যবহার করুন।
বাজারে ফুলের সুগন্ধের এয়ার ফ্রেশনার পাওয়া যায়। এসব এয়ার ফ্রেশনার থেকে তীব্র ফুলের সুগন্ধ আছে এমন এয়ার ফ্রেশনার ঘরে ব্যবহার করুন। আর দেখুন, ঘর থেকে মুহূর্তেই মশা গায়েব।
সূত্র: বোল্ড স্কাই
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।