Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভালোলাগা ও ভালোবাসার মানুষের সঙ্গে জীবন কাটানোর স্বপ্ন দেখেন কমবেশি সবাই। বর্তমানে অ্যারেঞ্জড ম্যারেজের সংখ্যা কমে লাভ ম্যারেজ বেড়েছে। তবে ৫২ শতাংশ পাকিস্তানিই প্রেমের বিয়ের বিপক্ষে।
গ্যালাপ পাকিস্তানের সাম্প্রতিক এক জরিপে এ তথ্য উঠে এসেছে বলে জিও নিউজ জানিয়েছে।
জরিপে ৫২ শতাংশ পাকিস্তানি বলেছেন যে তারা পছন্দের বিয়েকে একেবারেই সমর্থন করেন না, অন্যদিকে ৩৯ শতাংশ পছন্দের বিয়েকে সমর্থন করেন।
জরিপের ফলাফলে বলা হয়, আশ্চর্যজনকভাবে পছন্দের বিয়ের সবচেয়ে বেশি বিরোধিতা করেছেন শহুরে জনগোষ্ঠী।
জরিপ অনুযায়ী, শহুরে জনসংখ্যার ৫৮ শতাংশ এতে আপত্তি জানালেও গ্রামীণ জনগোষ্ঠীর পছন্দের বিয়ের বিরোধিতার হার ৪৯ শতাংশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।