বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : গাড়ি ও মোটরসাইকেলের হেড লাইটে দুই ধরনের আলোর প্রেক্ষেপণ হয়। এর মধ্যে একটি হাই বিম। অন্যটি লো বিম। গাড়ি, বাইক চালান অথচ ৯৯% মানুষই জানেন না, হেডলাইটের হাই বিম এবং লো বিম আলো ব্যবহার কী?
হাই বিম সেট আপে তীব্র আলো হয়। অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে আলো। লো বিম সেট আপে আলো কম হয়, গাড়ির আশেপাশে অর্থাৎ কাছাকাছি জায়গাই আলোকিত হয়।
পুরনো মডেলের গাড়িতে হাই বিম এবং লো বিমের জন্য আলাদা বাল্ব থাকত। এখনও কিছু গাড়িতে এমনটা দেখা যায়। তবে আধুনিক মডেলের গাড়িগুলোতে একটা বাল্বেই দুটি ফিলামেন্ট দেওয়া হয়। একটা হাই বিমের জন্য, অন্যটা লো বিমের জন্য।
হাই বিম এবং লো বিমের ব্যবহার: সামনের রাস্তা যখন পুরো ফাঁকা, অন্য কোনও যানবাহন নেই, তখন হাই বিম লাইট ব্যবহার করা হয়। এতে আলো অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। ফলে রাস্তার হাল হকিকত মুহূর্তে বুঝে যান চালক। তবে হাই বিম লাইট জ্বালালে সামনের যানবাহনের চালকদের দেখতে অসুবিধা হয়। কারণ আলো সরাসরি চোখে গিয়ে পড়ে।
তাই সামনে কোন যানবাহন এলে লো বিম লাইট ব্যবহার করতে হয়। এতে গাড়ির আলো শুধু সামনে পড়বে। আশাপাশ আলোকিত হবে। চালক দেখতে পাবেন। সামনের গাড়ির চালকেরও কোনও অসুবিধা হবে না। কারণ আলো তার চোখে লাগবে না।
হাই বিম লাইটের সুবিধা: হাই বিমে লাইটে দূরের জিনিসও দেখা যায়। ফলে রাস্তায় কোনও বাধা আছে কি না সহজেই নজরে পড়ে। দূর্ঘটনাও এড়ানো যায়।
লো বিম লাইটের সুবিধা: লো বিম লাইটে গাড়ির কাছাকাছি যা কিছু আছে সে সব স্পষ্ট দেখা যায়। সোজা কথায়, ওই মুহূর্তে চালকের যা যা দেখা প্রয়োজন, তা নজরে আসে। পাশাপাশি সামনে থেকে আসা যানবাহনের চালকের চোখেও আলো পড়ে না। ফলে দূর্ঘটনার সম্ভাবনা কমে যায়।
ভিভো-জাইসের যৌথ প্রযুক্তিতে এলো ভিভো ভি৪০ ফাইভজি, জেনে নিন বিস্তারিত
সতর্কতা: ফাঁকা রাস্তাতেই হাই বিম ব্যবহার করা উচিত। রাস্তায় অন্য কোনও যানবাহন থাকলে লো বিম লাইট ব্যবহার করাই ভালো। হাই বিম এবং লো বিম লাইট ব্যবহারের সময় রাস্তার অন্যান্য চালকদের কথাও মাথায় রাখতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।