বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বর্ষাকাল পুরো ভারতবর্ষকে তার আঁচলে ঢেকে নিয়েছে এবং জুলাই মাসে মোবাইল মার্কেটেও স্মার্টফোনের বৃষ্টি হতে চলেছে। এই মাসে 20টিরও বেশি স্মার্টফোন ভারতে লঞ্চ হবে।
এইসব ফোনের দাম 10 হাজার টাকা থেকে 1,00,000 টাকা পর্যন্ত হতে পারে। এই লিস্টে লো বাজেট থেকে ফ্ল্যাগশিপ সমস্ত সেগমেন্টর ফোন রয়েছে। নিচে এইসব আসন্ন ফোনের তালিকা শেয়ার করা হল।
জুলাই মাসে লঞ্চ হবে এইসব স্মার্টফোন
Lava Blaze X
সম্ভাব্য দাম: 14,999 টাকা
এই লিস্টের প্রথমেই একটি ভারতীয় ব্র্যান্ডের ফোন রাখা হয়েছে। ভারতীয় মোবাইল কোম্পানি লাভা এই মাসে লো বাজেট স্মার্টফোন Lava Blaze X লঞ্চ করতে চলেছে। জানিয়ে রাখি এই ফোনের নামের পরিবর্তনও করা হতে পারে, তবে নামে নিশ্চিত ‘X’ থাকবে। 5G কানেক্টিভিটি সহ এই মোবাইল ফোনটি 15 হাজার টাকার রেঞ্জে পেশ করা হবে। এর লুক কিছুটা Realme 12 5G ফোনের মতো হতে পারে এবং স্মার্টফোনে 64MP ক্যামেরা থাকতে পারে বলে শোনা যাচ্ছে।
iQOO Z9 Lite
সম্ভাব্য দাম: 10,499 টাকা
এই ফোনটিও একটি লো বাজেট ডিভাইস হিসাবে জুলাই মাসে ভারতে লঞ্চ হবে। প্রসেসিঙের জন্য এতে MediaTek Dimensity 6300 চিপসেট এবং 6GB RAM থাকতে পারে। এই ফোনে 6.56 ইঞ্চির 90Hz ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারি এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য স্পেসিফিকেশন থাকতে পারে। iQOO Z9 Lite ফোনটি জুলাই মাসে আসন্ন সবচেয়ে সস্তা 5G ফোনের তালিকার টপে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
Moto Razr 50 Ultra
সম্ভাব্য দাম: 75,000 টাকা
জুলাই মাযে একাধিক ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ হতে চলেছে এবং মটোরোলার হাত ধরে এই ক্যাটাগরির সূচনা হবে। কোম্পানি আগামী 4 জুলাই Moto Razr 50 Ultra ফনিত ভারতের মার্কেটে লঞ্চ করবে। এই ফোনে 6.9-ইঞ্চির প্রাইমারি স্ক্রিন এবং 4-ইঞ্চির সেকেন্ডারি স্ক্রিন থাকবে। এই স্টাইলিশ স্মার্টফোনটি প্রসেসিঙের দিক থেকে অত্যন্ত শক্তিশালী হতে চলেছে এবং এতে Snapdragon 8S Gen 3 চিপসেট যোগ করা হবে। এই ফোনে 12GB RAM, 50MP ব্যাক ক্যামেরা এবং 32MP ফ্রন্ট ক্যামেরা থাকবে। এই ফোল্ডেবল মটোরোলা মোবাইলটি ওয়্যারলেস চার্জিং ফিচারও সাপোর্ট করবে।
CMF Phone 1
সম্ভাব্য দাম: 17,000 টাকা
Nothing এর সাব-ব্র্যান্ড CMF (Creative Mobile Force) তাদের প্রথম স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই ফোনটি আগামী 8 জুলাই ভারতে লঞ্চ হবে। এটি CMF Phone 1 নামে পেশ করা হবে এবং এতে MediaTek Dimensity 7300 চিপসেটে থাকবে। এই ফোনে 6.7 ইঞ্চির AMOLED স্ক্রিন থাকবে, যা 120 হার্টস রিফ্রেশ রেট এবং 2000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। মিড বাজেট সেগমেন্টের এই স্মার্টফোনে 8GB র্যাম, 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারি থাকতে পারে।
Redmi 13 5G
সম্ভাব্য দাম: 12,999 টাকা
Redmi তাদের ফ্যানদের জন্য একটি নতুন উপহার আনতে চলেছে। আগামী 9 জুলাই ভারতে Redmi 13 5G ফোনটি লঞ্চ করা হবে। Android 14 ও HyperOS সহ এই স্মার্টফোনে Qualcomm Snapdragon 4 Gen 2 চিপসেট থাকবে। ফটোগ্রাফির জন্য এতে 108 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যোগ করা হবে। পাওয়ার ব্যাকআপের জন্য Redmi 13 5G ফোনে 33W ফাস্ট চার্জিং সহ 5,030mAh ব্যাটারি দেওয়া হবে।
Samsung Galaxy Z Fold 6
সম্ভাব্য দাম: 1,25,000 টাকা
Galaxy Z Fold 6 ফোনটি Samsung এর লঞ্চ করা সবচেয়ে দামী এবং শক্তিশালী স্মার্টফোনগুলির মধ্যে অন্যতম হতে চলেছে। এবারও Galaxy Z Fold 6 ফোনটি নিশ্চিত নতুন রেকর্ড গড়ে দেখাবে। আগামী 10 জুলাই কোম্পানি একটি গ্লোবাল ইভেন্টের মঞ্চে দাঁড়িয়ে এই ফোনটি মার্কেটে লঞ্চ করবে। Qualcomm এর সবচেয়ে শক্তিশালী চিপসেটের পাশাপাশি এই ফোনে Galaxy AI পাওয়া যাবে। Fold মেকানিজম আগের চেয়েও উন্নত হবে এবং বিভিন্ন ফিচার আরও অ্যাডভান্স হবে।
Samsung Galaxy Z Flip 6
সম্ভাব্য দাম: 79,499 টাকা
Galaxy Unpacked July এর মঞ্চ থেকে কোম্পানির ফ্লিপ ফোনটিও লঞ্চ করা হবে। এই ফোনের ডিজাইনে আপগ্রেড দেখা যাবে এবং স্মার্টফোনের হিঞ্জ ও থিকনেসে পরিবর্তন করা হতে পারে। এই মোবাইলটিতেও Snapdragon 8 সিরিজ চিপসেট ব্যবহার করা হবে। এতে 12GB RAM থাকতে পারে এবং এই ফোনের সেলফি ক্যামেরাও আগের চেয়ে শক্তিশালী হবে বলে শোনা যাচ্ছে। Samsung Galaxy Z Flip 6 ফোনেও অ্যাডভান্স Galaxy AI ফিচার দেওয়া হবে।
Oppo Reno 12 Pro
সম্ভাব্য দাম: 40,000 টাকা
চীন এবং গ্লোবাল মার্কেটে লঞ্চের পর এবার Oppo Reno 12 সিরিজ ভারতীয় বাজারে আসতে চলেছে। আগামী 12 জুলাই এই ফোনটি ভারতে লঞ্চ করা হবে। রেনো 12 প্রো ফোনটি সিরিজের সবচেয়ে বড় মডেল হতে চলেছে এবং এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 এনার্জি চিপসেট থাকবে। এতে ফ্রন্ট প্যানেলে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ব্যাক প্যানেলে দুটি 50 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর থাকতে পারে। এই ফোনে 12GB RAM, OLED স্ক্রিন এবং 5000 এমএএইচ ব্যাটারির মতো দারুণ স্পেসিফিকেশন পাওয়া যাবে।
Oppo Reno 12
সম্ভাব্য দাম: 30,000 টাকা
ভারতে 12 জুলাই Oppo Reno 12 ফোনটি লঞ্চ করা হবে। এই মিড বাজেট স্মার্টফোনে MediaTek Dimensity 7300 Energy চিপসেট থাকতে পারে। এতে 12GB RAM, 6.7 ইঞ্চি OLED ডিসপ্লে, 50MP Sony LYT ট্রিপল রেয়ার ক্যামেরা এবং 32MP সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে। এর সঙ্গে Oppo Reno 12 ফোনে 5000 এমএএইচ ব্যাটারি এবং 80 ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে।
OnePlus Nord 4
সম্ভাব্য দাম: 28,999 টাকা
জুলাই মাসে ভারতে OnePlus Nord 4 ফোনটি লঞ্চ হতে পারে। আগামী 14 জুলাই এই ফোনটি গ্লোবাল বাজারে পেশ করা হবে বলে কানাঘুষো চলছে। প্রসেসিঙের জন্য এতে Qualcomm Snapdragon 7+ Gen 3 চিপসেট দেওয়া হতে পারে। OnePlus Nord 4 স্মার্টফোনে 120Hz রিফ্রেশ রেট এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্টেড 1.5K ডিসপ্লে, 50MP OIS রেয়ার ক্যামেরা এবং 16MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। এছাড়াও, পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5,500mAh ব্যাটারি যোগ করা হতে পারে।
Realme 13 Pro+ 5G
সম্ভাব্য দাম: 31,999 টাকা
জুলাই মাসে ভারতে রিয়েলমি 13 সিরিজ লঞ্চ করা হতে পারে। Realme 13 Pro+ 5G ফোনটি সিরিজের সবচেয়ে বড় মডেল হবে। এই ফোনে Snapdragon 7s Gen 3 প্রসেসর ব্যবহার করা হতে পারে। ফটোগ্রাফির দিক থেকে এই ফোনটি বেশ অ্যাডভান্স হবে, এতে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স থাকতে পারে। ভারতে এই ফোনের 4টি ভেরিয়েন্ট লঞ্চ করা হতে পারে। এই ফোনে 12GB পর্যন্ত র্যাম এবং 512GB পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
Realme 13 Pro 5G
সম্ভাব্য দাম: 21,999 টাকা
রিয়েলমি 13 প্রো 5জি ফোনটিও মিড বাজেট রেঞ্জে পেশ করা হতে পারে। কোম্পানি স্পেশাল অফার সহ এই ফোনটি 20,000 টাকা বা তার কমে সেল করার চেষ্টা করবে বলে আশা করা হচ্ছে। এই ফোনের বেস মডেলে 8GB র্যাম ও 128GB স্টোরেজ দেওয়া হবে এবং এর সঙ্গে ডায়নামিক র্যাম টেকনোলজিও পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য এতে 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 67ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সহ 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
Moto G85 5G
সম্ভাব্য দাম: 22,900 টাকা
মোটোরোলা ভারতে তাদের ‘জি’ সিরিজের পরিধি বাড়িয়ে Moto G85 5G ফোনটি লঞ্চ করতে পারে। এই ফনিত একটি মিড রেঞ্জের স্মার্টফোন হবে এবং এতে Snapdragon 6s Gen 3 প্রসেসর থাকবে। ইতিমধ্যে গ্লোবাল মার্কেটে এই মোবাইলটি 12GB র্যাম বুস্ট টেকনোলজি সহ পেশ করা হয়েছে। Moto G85 5G ফোনে 6.67 ইঞ্চির 3D কার্ভড OLED ডিসপ্লে, 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
Honor 200
সম্ভাব্য দাম: 32,999 টাকা
সম্প্রতি গ্লোবাল বাজারে লঞ্চের পর এবার ভারতে Honor 200 সিরিজ আসতে চলেছে। এই সিরিজের বেস মডেল Honor 200 ফোনে 6.7-ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে Qualcomm Snapdragon 7 Gen 3 অক্টাকোর প্রসেসর রয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা এবং 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এতে 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5200mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
Honor 200 Pro
সম্ভাব্য দাম: 40,999 টাকা
কিছু দিন আগে ভারতের BIS সার্টিফিকেশন সাইটে Honor 200 Pro ফোনটি লিস্টেড হয়েছে এবং জুলাই মাসে এই ফোনটি দেশের বাজারে পেশ করা হতে পারে। Snapdragon 8s Gen 3 অক্টাকোর প্রসেসর সহ এই ফোনটি একটি প্রিমিয়াম স্মার্টফোন হিসাবে পেশ করা হতে পারে। Honor 200 Pro ফোনে 120Hz রিফ্রেশ রেট ও 4000nits ব্রাইটনেস সহ OLED curved ডিসপ্লে, 50MP ডুয়েল ফ্রন্ট ক্যামেরা ও 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা, ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5,200mAh দেওয়া হবে। জুলাই মাসের শেষের দিকে এই ফোনটি পেশ করা হতে পারে।
Samsung Galaxy M35 5G
সম্ভাব্য দাম: 22,999 টাকা
দীর্ঘদিন ধরেই Samsung Galaxy M35 5G ফোনটির জন্য অপেক্ষা করা হচ্ছে এবং এই মাসে ফোনটি পেশ করা হতে পারে। এখনও পর্যন্ত নিশ্চিত নয়, তবে ফোনটি জুলাই মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে পেশ করা হবে বলে শোনা যাচ্ছে। এই ফোনে 8GB RAM এবং Exynos 1380 প্রসেসর রয়েছে। এতে 6.6-ইঞ্চির FHD+ Super AMOLED ডিসপ্লে, 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা এবং 13MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh Battery যোগ করা হয়েছে।
OnePlus 12T
সম্ভাব্য দাম: 35,000 টাকা
জুলাই মাসের শেষের দিকে ফ্ল্যাগশিপ কিলার OnePlus 12T লঞ্চ করা হতে পারে বলে কানাঘুষো চলছে। এই ফোনটি ভারতের বাজারে প্রথম 6,100mAh ব্যাটারি সহ স্মার্টফোন হতে চলেছে। এই ফোনে 24GB RAM, Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট এবং 100W ফাস্ট চার্জিং ফিচার পাওয়া যাবে। এছাড়া ফটোগ্রাফির জন্য 50MP রেয়ার ক্যামেরা এবং 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। OnePlus 12T ফোনটি চীনে লঞ্চ করা OnePlus Ace 3 Pro এর রিব্র্যান্ডেড ভার্সন হবে বলে মনে করা হচ্ছে।
HMD Arrow
সম্ভাব্য দাম: 18,000 টাকা
Nokia স্মার্টফোন প্রস্ততকারী কোম্পানি HMD Global ইতিমধ্যে ভারতে তাদের ফিচার ফোন লঞ্চ করেছে এবং এখন ব্র্যান্ডের স্মার্টফোনের জন্য অপেক্ষা করা হচ্ছে। কোম্পানি জানিয়ে দিয়েছে খুব শীঘ্রই তাদের প্রথম স্মার্টফোন হিসাবে HMD Arrow লঞ্চ করা হবে। এই ফোনটি জুলাই মাসে বাজারে আসতে পারে। এখনও পর্যন্ত ডিটেইলস সম্পর্কে বেশি কিছু জানা যায়নি, তবে আশা করা হচ্ছে এই ফোনের দাম 20 হাজার টাকার চেয়ে কম হতে পারে। এই ফোনে Snapdragon 7s Gen 2 চিপসেট থাকতে পারে। এছাড়া ফটোগ্রাফির জন্য এতে 108MP Back এবং 32MP Selfie ক্যামেরা যোগ করা হতে পারে।
Vivo V40
সম্ভাব্য দাম: 35,000 টাকা
ইতিমধ্যে গ্লোবাল মার্কেটে Vivo V40 ফনিত লঞ্চ হয়ে গেছে এবং ভারতীয় সার্টিফিকেশন সাইট BIS হওয়ার ফলে নিশ্চিত বোঝা যাচ্ছে শীঘ্রই ভারতেও পেশ করা হবে। জুলাই মাসের শেষের দিকে এই ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনের গ্লোবাল মডেলে Qualcomm Snapdragon 7 Gen 3 চিপসেটের সঙ্গে 12GB RAM ও 512GB স্টোরেজ রয়েছে। এর সঙ্গে এই ফোনে 6.78-ইঞ্চির 120Hz AMOLED ডিসপ্লে, 50MP ব্যাক ও 50MP ফ্রন্ট ক্যামেরা এবং 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5500mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
Vivo V40e
সম্ভাব্য দাম: 29,000 টাকা
এটি এই সিরিজের সবচেয়ে ছোট মডেল হতে পারে এবং ভারতের বাজারে এই ফোনটি Qualcomm Snapdragon 6 Gen 1 প্রসেসর সহ পেশ করা হতে পারে। এই ফোনে 6.78″ 120Hz কার্ভ AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এছাড়াও ভারতের বাজারে Vivo V40e ফোনটি 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা ও 32MP সেলফি ক্যামেরা এবং 44W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5500mAh ব্যাটারি সহ পেশ করা হতে পারে।
Vivo V40 Pro
সম্ভাব্য দাম: 42,000 টাকা
Vivo V40 Pro ফোনটি সিরিজের সবচেয়ে বড় মডেল হিসাবে জুলাই মাসের শেষের দিকে ভারতে লঞ্চ করা হতে পারে। এই ফোনে প্রসেসিনের জন্য MediaTek Dimensity 9200+ প্রসেসর এবং 16GB LPDDR5X RAM থাকতে পারে। Vivo V40 Pro ফোনে হাই রিফ্রেশ রেটযুক্ত 6.78-ইঞ্চির কার্ভ এজ OLED ডিসপ্লে যোগ করা হতে পারে। এই ফোনের ফ্রন্ট প্যানেলে 50MP ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে শোনা যাচ্ছে। এছাড়া ব্যাক প্যানেলে দুটি 50MP সেন্সর সহ ট্রিপল রেয়ার ক্যামেরা যোগ করা হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।