মোটা হতে চাইলে যা করবেন

মোটা হতে চাইলে

লাইফস্টাইল ডেস্ক : প্রায় সবাই শুধু ওজন কমিয়ে স্লিম হতে চান, তখনও কেউ কেউ আছেন অতিরিক্ত শুকনা হওয়ায় চেষ্টা করছেন সামান্য ওজন বাড়াতে। যারা এ ওজন বাড়াতে চাওয়ার দলে তাদের জন্য বিশেষজ্ঞদের পরামর্শ:

মোটা হতে চাইলে

১. ওজন অতিরিক্ত কম মানে বোঝাই যায় খাবারের প্রতি খুব একটা আগ্রহ নেই। তবে সঠিক ওজন ও সুন্দর ফিগার চাইলে পরিমিত পুষ্টিকর খাবার নিয়মিত খেতেই হবে।

২. বারবার অল্প অল্প খেলে শরীরের মেটাবলিজাম বেড়ে যায়। ফলে ওজন কমে আসে। এজন্য দিনে তিন-চারবার পেট পুরে খান।

৩. উচ্চ ক্যালরি যুক্ত খাবার একটু বেশি করে খাওয়ার চেষ্টা করুন।

৪. শাকসবজি ও ফ্যাট জাতীয় খাবার খান একটু বেশি।

৫. ভাতে পুষ্টি ও ফ্যাট থাকে মাড়ে। মাড় একমাস খান অবশ্যই ওজন বেড়ে যাবে।

৬. চকলেট, মেয়নিজ, মাখন, দুধ, ডিম একটু বেশি করে খেতে হবে।

৭. হালকা ব্যায়াম করুন।

পৃথিবীর সবচেয়ে দামি লিপস্টিক, দাম জানলে অবাক হবেন

৮. সময় পেলে দিনে কিছুক্ষণ ঘুমানো যেতে পারে।

অভিজ্ঞ পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী নিজের ডায়েট চার্ট তৈরি করে নিন।