আন্তর্জাতিক ডেস্ক : অনেক সময় অনুষ্ঠানবাড়ি বা বিয়েবাড়িতে জমিয়ে নাচ-গান হয়। তেমনই একটি অনুষ্ঠানে গান চলছিল। আর সেই গানের সঙ্গে তাল মিলিয়ে কয়েক জন মহিলা নাচছিলেন। তাঁদের মাঝে একটি শিশুকেও ঢুকে পড়তে দেখা গেল।
হরিয়ানভি গানের তালে নাচতে ব্যস্ত মহিলারা খেয়ালই করেননি যে, তাঁদের মাঝে বাচ্চাটি ঢুকে পড়েছে। এক স্থূলকায় মহিলার পিছনের দিকে হঠাৎই সেই শিশুটিও নাচতে নাচতে চলে আসে। উল্টো দিকে মুখ ঘুরে নাচে মগ্ন সেই মহিলার পা শিশুটির পায়ের সঙ্গে আটকে যায়। টাল সামলাতে না পেরে বিশাল চেহারা নিয়ে শিশুটির উপরে হুমড়ি খেয়ে পড়েন। তাঁর শরীরের নীচে চাপা পড়ে যায় শিশুটি।
যদিও বরাতজোরে সামান্য চোট লাগে শিশুটির। তাঁকে কোলে তুলে নিতে দেখা যায় এক মহিলাকে। আর স্থূলকায় মহিলাকে টেনে তুলতে ছুটে আসেন কয়েক জন। তাঁদের মধ্যে কয়েক জনকে হাসতেও দেখা যায়।
ভিডিওটি নেটমাধ্যমে শেয়ার হতেই নানা প্রতিক্রিয়া আসতে শুরু করে। কেউ বলেছেন, ‘বাচ্চাটার ভাগ্য ভাল বেঁচে গিয়েছে।’ অনেকেই শিশুটির অবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘বাচ্চাটি ভাল আছে তো?’ তবে ভিডিওটি কোথাকার তা জানা যায়নি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।