জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে অবৈধভাবে ভারতে ফেরার চেষ্টাকালে ভারতীয় নাগরিক মা-ছেলেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে ফকিরমোড়া বিওপির টহল দল তাদের আটক করে।
আটকরা হলেন– ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার বাসিন্দা পান্না রানী দেব (৫৪) ও তার ছেলে অভি দাস (১৮)।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, পান্না দেব ও তার ছেলে অভি তোফাজ্জল হোসেন ও তৌহিদ মিয়া নামের দুই ব্যক্তির সহায়তায় আব্দুল্লাহপুর সীমান্ত দিয়ে ভারতে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন। তারা এক সপ্তাহ আগে ভারত থেকে বাংলাদেশে এসে কিশোরগঞ্জের শ্বশুরবাড়িতে আত্মীয়দের সঙ্গে দেখা করতে যান। ভারত সীমান্তের রামনগর থানা এলাকার এক ব্যক্তি তাদের বাংলাদেশে প্রবেশ করতে সহায়তা করেছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।