জুমবাংলা ডেস্ক : রাজধানীর মিরপুরের মিরপুরে বসতি হাউজিংয়ের একটি বাসায় দীর্ঘদিন ধরেই কাজ করেন সায়মা আক্তার। গত ২৫ মে সেই বাসা থেকে স্বর্ণ ও অন্যান্য মালামালসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। চুরি করা স্বর্ণ ঢাকা ও কিশোরগঞ্জের তিনটি দোকানে বিক্রি করে সেই টাকা দিয়ে মা আছমা আক্তারকে নিয়ে গত তিন মাস দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। কিন্তু শেষ রক্ষা হয়নি।
গত বৃহস্পতিবার কিশোরগঞ্জ থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি স্বর্ণের চেইন, চুরি করা স্বর্ণ বিক্রির ৫৯ হাজার টাকা ও অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়।
গতকাল শুক্রবার মিরপুর থানার ওসি মোহাম্মদ মহসীন এসব তথ্য জানিয়ে বলেন, গত ২৫ মে সায়মা বাসা থেকে স্বর্ণ ও অন্যান্য মালামালসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যান। চুরি করা স্বর্ণ ঢাকা ও কিশোরগঞ্জের তিনটি দোকানে বিক্রি করে সেই টাকা দিয়ে মা আছমা আক্তারকে নিয়ে গত তিন মাস দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়।
ওসি বলেন, চুরির কিছু টাকা দিয়ে সায়মা তার খালাকে বাড়ি করে দেয়। এরপর মা-মেয়ে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা ও সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন। বৃহস্পতিবার কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার পশ্চিম আব্দুল্লাহপুর মামার বাড়ি থেকে সায়মাকে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুর কোনাবাড়ি থেকে তার মা আছমাকে গ্রেফতার করা হয়। আসামিদের তিন দিনের রিমান্ড আবেদন করলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।