বুমরাহর কাছে পাকিস্তানের ম্যাচের চেয়েও মায়ের গুরুত্ব বেশি

স্পোর্টস ডেস্ক : মাত্র ৫ বছর বয়সে বাবাকে হারিয়েছেন ভারতের তারকা পেসার জশপ্রীত বুমরাহ। এরপর বেশ আদরেই বড় করেছেন তার মা, বানিয়েছেন দেশের অন্যতম সেরা ক্রিকেটার। আর তাই ভারতীয় দল আহমেদাবাদে পা রাখার পর টিম হোটেলে না গিয়ে প্রথমেই মায়ের কাছে ছুটে গেছেন ডানহাতি এই পেসার।

আগামী শনিবার (১৪ অক্টোবর) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। সেই ম্যাচের আগে দিল্লি থেকে আহমেদাবাদে পৌঁছেছে রোহিত শর্মার দল। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ বুমরাহর কাছে, তবে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ তার মা।

ঘরের মাঠে বিশ্বকাপ মিশনে দারুণ শুরু করেছে স্বাগতিক ভারত। অস্ট্রেলিয়ার পর আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচেই জয়ের দেখা পেয়েছে তারা। এবার ভারত মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দল পাকিস্তানের বিপক্ষে। যা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মনে উৎকণ্ঠা কাজ করছে।

এদিকে এশিয়া কাপ এবং বিশ্বকাপে ব্যস্ততার কারণে নিজ শহর আহমেদাবাদে যাওয়া হয়নি বুমরাহর। যেখানে থাকেন তার মা দলজিৎ বুমরাহ। অবশেষে মায়ের সঙ্গে দেখা হয়েছে ভারতের এই পেসারের। দীর্ঘদিন পর মায়ের সঙ্গে দেখা হওয়ায় বেশ খুশি বুমরাহ।

ভারতের এই পেসার মায়ের সঙ্গে দেখা করার আগে জানান, ‘বেশ কিছুদিন হলো আমি দূরে আছি। বাড়ি ফিরে মাকে দেখতে পারব, এটা ভেবে খুব ভালো লাগছে। মায়ের সঙ্গে দেখা করাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

৮ বছর ধরে ভারতের জার্সি গায়ে খেলছেন বুমরাহ। তবে এই ৮ বছরে মাত্র একটি ম্যাচ আহমেদাবাদে খেলেছেন তিনি। ২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে ছিল সেই ম্যাচ। তাই দীর্ঘ দিন পর এই মাঠে খেলার আগে বেশ রোমাঞ্চিত বুমরাহ।

তিনি বলেন, ‘সেখানে (আহমেদাবাদে) আমি একটি টেস্ট ম্যাচ খেলেছি; তবে কখনো ওয়ানডে খেলিনি। আমি নিশ্চিত (পাকিস্তান ম্যাচে) মাঠের পরিবেশ উত্তেজনাপূর্ণ হতে চলেছে। অনেক দর্শক আসবে। এটা দেখতে অসাধারণ লাগবে। আশা করি আমি নিজের সেরাটা দিতে পারব।’

এদিকে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে নতুন এক উদযাপন দিয়ে সকলকে চমকে দিয়েছেন জশপ্রীত বুমরাহ। ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ডের মতো দুই চোখ বন্ধ করে কপালে আঙুল দেন। এরপর সকলেই বলতে থাকে রাশফোর্ডের ভক্ত হওয়ায় হয়তো এমন উদযাপন করছেন তিনি।

তবে বুমরাহ জানালেন তেমন কিছু নয়, সেই উদযাপনটা তার কাছে ভালো লেগেছে বলেই তা অনুকরণ করেছেন তিনি। বুমরাহ বলেন, ‘আসলে রাশফোর্ডের উদ্‌যাপনটা আমার ভালো লেগেছিল। তাই আমিও করেছি।’